promotional_ad

মাহমুদউল্লাহর কণ্ঠে ব্যাটারদের নিয়ে হতাশা

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং ইউনিট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর কণ্ঠেও শোনা গেল হতাশা।


ব্যাটারদের আরও দায়িত্বশীল ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন টাইগার অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এদিনও ব্যর্থ হয়েছেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ।


ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির ইয়র্কারে গোল্ডেন ডাকের পর ফিরে যান সাইফ। আরেক ওপেনার নাঈমও ২ রানের বেশি করতে পারেননি। টপ অর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত চিত্র।


promotional_ad

গত কয়েক মাস ধরেই টপ অর্ডার সমস্যার সমাধান খুঁজছে টিম ম্যানেজমেন্ট। গত কয়েক মাসে  ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী পরিবর্তন হয়েছে একধিকবার। যার সর্বশেষ সংযোজন এই সিরিজে অভিষেক হওয়া সাইফ। তিনিও হয়েছেন ব্যর্থ।


ব্যাটারদের আরও দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়ে ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘স্পিন  কিংবা পেস, গত ছয় মাস ধরে বোলিং ইউনিট অসাধারণ পারফর্ম করছে। ব্যাটিং ইউনিটের আরও ভালো করতে হবে।’


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খড়ায় ভুগেছেন বাংলাদেশের ব্যাটাররা। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের মধ্যে দুইবার একশোর নিচে অলআউট হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাছাড়া ঘরের মাঠের নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজেও টানা ব্যর্থ ছিল ব্যাটাররা।


পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও বেশ ভালোই হাল ধরেছিলেন আফিফ শান্তরা। তবে শেষের দিকে কেউ দাঁড়াতে না পারায় সংগ্রহ বড় করতে পারেনি বাংলাদেশ।


আজকের ম্যাচের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, আমরা আজকে ভালো শুরু পেয়েছিলাম। আফিফ এবং শান্ত মিডল অর্ডারে সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত জুটি গড়তে চেয়েছিলাম কিন্তু আমরা শেষ ওভারগুলো কাজে লাগাতে পারিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball