promotional_ad

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডি ভিলিয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালে, এবার নিলেন ফ্র্যাঞ্চাইজিসহ সব ধরণের ক্রিকেট থেকে। শুক্রবার (১৯ নভেম্বর) এক টুইটের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি।


এই ঘোষণার মাধ্যমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধ্যায়ও শেষ হচ্ছে ডি ভিলিয়ার্সের। দলটির হয়ে ২০১১ সাল থেকে এই পর্যন্ত ১৫৬ ম্যাচ খেলেন তিনি। যেখানে চার হাজার ৪৯১ রান আসে তাঁর ব্যাটে।


promotional_ad

টুইটারে ডি ভিলিয়ার্স লিখেন, 'এটা একটা অসাধারণ অধ্যায় কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।'


তিনি আরও লিখেছেন, 'আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনে ক্রিকেট খেলা থেকে যে বিশুদ্ধ আনন্দ পেয়েছি বা উৎসাহের সঙ্গে খেলেছি এখন ৩৭ বছর বয়সে এসে তেমনটা আর পায় না।'


আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৩৪০টি ম্যাচ খেলা হয়েছে প্রোটিয়া এই কিংবদন্তির। যেখানে চারটি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ নয় হাজার ৪২৪ রান করেন তিনি। বিপিএলের দল রংপুর রাইডার্সের হয়েও খেলা হয়েছে তাঁর।


প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪১ টি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে দশ হাজার ৬৮৯ রান করেন তিনি। ২৬৩টি লিস্ট-এ ম্যাচে তাঁর রান ১১ হাজার ১২৩।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball