বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বাবর-মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 মঙ্গলবার, 16 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। করোনা টেস্ট করিয়ে ফলাফল নেগেটিভ আসলেই দলের সঙ্গে যোগ দেবেন তারা। পাকিস্তানের মিডিয়া ম্যানেজার এমনটা নিশ্চিত করেছেন।

পাকিস্তান দল গত ১৩ নভেম্বর বাংলাদেশে আসলেও দলের সঙ্গে আসেননি বাবর ও মালিক। কয়েকদিন ছুটি কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন, এমনটা আগেই জানিয়ে রেখেছিলেন তারা।

এদিকে পাকিস্তানের দলে মঙ্গলবার অনুশীলনে নামার কথা আছে মোহাম্মদ রিজওয়ানের। গত সোমবার (১৫ নভেম্বর) দল অনুশীলন করলেও বিশ্রামে ছিলেন রিজওয়ান।

আগামী ১৭ এবং ১৮ নভেম্বরও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে পূর্ণশক্তির পাকিস্তান দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দলও।

টাইগারদের বিপক্ষে পাকিস্তান মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম। ৪ ডিসেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট ম্যাচটি শেষ করে দেশে ফেরার কথা রয়েছে বাবরের দলের।