Connect with us

টি- টোয়েন্টি বিশ্বকাপ

মিলসের ইনজুরিতেই ভুগেছে ইংল্যান্ড: নাসের হুসেইন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে থাই স্ট্রেইনের ইনজুরির কারণে ছিটকে যান টাইমাল মিলস। ইংল্যান্ডের এই পেসারের ইনজুরিই কাল হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য, সেমিফাইনাল ম্যাচ শেষে উপলদ্ধি নাসের হুসেইনের।

সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬৭ রানের বড় লক্ষ্য দেয় ইংল্যান্ড। ম্যাচের এক পর্যায়ে চার ওভারে ৫৭ রান লাগত কিউইদের। ডেথ বোলারদের ব্যর্থতা ও জিমি নিশামের বিধ্বংসী ইনিংসে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় কিউইরা।

জর্ডানের করা ইনিংসের ১৭তম ওভারে ২৩ রান নেয় নিউজিল্যান্ড। আদিল রশিদের করা ১৮তম ওভারে তারা নেয় ১৪ রান। এরপর ক্রিস ওকসের করা ১৯তম ওভারে ২০ রান নিয়ে ম্যাচ জিতে কিউইরা। এমন দিনে মিলসকে অনুভব করেছেন নাসের।

তিনি বলেন, 'টাইমাল মিলসের ইনজুরি আমাদের জন্য অনেক বড় ক্ষতি। ইনিংসের শেষদিকে মিলসের শর্ট বল এবং স্লোয়ার বলগুলো খেলা অনেক কঠিন। কিন্তু সে দলেই ছিল না। শেষদিকে ইংল্যান্ডের পক্ষে কিছুই যায়নি।'

একইসঙ্গে জর্ডান, রশিদ ও ওকসের করা তিনটি ওভারের সমালোচনা করেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ১১ বলে ২৭ রান করা নিশামকে জায়গামত বোলিং করতে পারেনি কেউ, দাবি করেন নাসের।

তিনি আরও বলেন, 'লিভিংস্টোনের ১৬ ওভারের পর সবই শেষ হয়ে যায়। চাপের মুখে ক্রিস জর্ডান কিছুই করতে পারেনি। সে ওয়াইড লেংথে বা স্লটে বল করে গেছে। নিশাম বা এই ধরনের কাউকে এমন বোলিং করলে আপনার খেসারত দিতেই হবে।'

এবারের আসর শুরুর আগে ইনজুরির কারণে ইংল্যান্ড দলে ছিলেন না জফরা আর্চার, স্যাম কারানের মতো ইনফর্ম বোলিং অলরাউন্ডাররা। ইনজুরি তো ছিল, সাথে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকেও দূরে ছিলেন জেনুইন অলরাউন্ডার বেন স্টোকস।

ইনজুরির ছোবল ছিল আসরের মাঝপথেও। মিলস ছাড়াও চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার জেসন রয়ও।

সর্বশেষ

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

মু্ম্বাইয়ের সঙ্গে সম্পর্কের ইতি, হার্দিকের আবেগঘন বার্তা

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

কলকাতা নারিনের দ্বিতীয় বাড়ি

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

মালিক-হাসানকে ছাড়াই পাকিস্তানের টি-টোয়েন্টি দল

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

সাকিব-মেহেরবের বোলিং তোপে জিতল বাংলাদেশের যুবারা

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছে শতভাগ দর্শক

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

ম্যাথুসের এলপিএল খেলা নিয়ে শঙ্কা

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

সাকিব-মুমিনুলদের কোয়ারেন্টিন শিথিল করছে নিউজিল্যান্ড

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

আইয়ারকে উপেক্ষিত না রাখার পরামর্শ লক্ষ্মণের

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিপিএলের পর্দা উঠছে ২০ জানুয়ারি

২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২১

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন