promotional_ad

রাহুলকে করা আফ্রিদির সেই বলকে অন্যতম সেরা মানছেন হেইডেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু করেছিল পাকিস্তান। যেখানে ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের তৃতীয় ওভারে লোকেশ রাহুলকে দারুণ এক গুড লেন্থ ডেলিভারিতে সরাসরি বোল্ড করেছিলেন আফ্রিদি। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ম্যাথু হেইডেন। এটি তাঁর দেখা সেরা বলগুলোর অন্যতম ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের এই ব্যাটিং কোচ।


ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আগ্রাসী বোলিং করেছেন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে সরাসরি বোল্ড করেন রাহুলকে। তার দুর্দান্ত পেস আর সুইংয়ে অসহায় ছিল ভারতীয় টপ অর্ডার।


promotional_ad

হেইডেন বলেন, ‘মানসম্পন্ন গতি শাহিন আফ্রিদির অস্ত্রাগারের বড় অংশ, কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি সময় বল সুইং করে না। শাহিনের শুরুর দিকের কিছু বল সুইং করে এবং এই বলগুলো খেলা ব্যাটসম্যানের জন্য খুবই বিপজ্জ্বনক। রাহুলের বিপক্ষে করা তার সেই বলটি আমার দেখা অন্যতম সেরা বলের একটি।’


তিনি আরও বলেন, ‘শুরুতেই উইকেট তুলে নেয়ার মতো ক্ষমতা শাহিনের আছে এবং দুর্দান্ত গতিতে বোলিং করতে পারে। তাকে এমন পর্যায়ে নিয়ে আসতে অনুশীলনে অনেক কাজ করেছে ফিল্যান্ডার।’


টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দল পাকিস্তান। সুপার টুয়েলভে সবকয়টা ম্যাচ জেতা বাবর আজমের দলের এখন অপেক্ষা সেমিফাইনালের। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হেইডেনের বিশ্বাস, কঠিন এক লড়াই অপেক্ষা করছে বাবর-আফ্রিদিদের সামনে।


অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেন, ‘সব দেশের মতোই পাকিস্তানের জন্যও এটা অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমরা আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছি, যারা বিশ্বকাপে (ওয়ানডে) সবচেয়ে বেশি ট্রফি জিতেছে। কিন্তু টি-টোয়েন্টিতে এখনও বিশ্বকাপ জিততে পারেনি। সামনে আমাদের অনেক কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball