promotional_ad

বলয়ে থাকলে ব্র্যাডম্যানের গড়ও কমে যেত: শাস্ত্রী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হট ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা ভারত সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে। তাদের এই ব্যর্থতার বড় কারণ দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকা ও টানা ক্রিকেট খেলা। রবি শাস্ত্রীর ধারণা টেস্টে ঐতিহাসিক ৯৯.৯৪ গড়ের মালিক ডন ব্র্যাডম্যানও যদি এমন লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলতেন তাহলে তাঁরও ব্যাটিং গড় কমে যেত।


ইংল্যান্ড সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আইপিএল হয়ে তা ভেঙেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে। এই লম্বা সময়ে ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা টানা ম্যাচ খেলেছেন।


promotional_ad

জৈব সুরক্ষা বলয় আর টানা ম্যাচের ধকল সবমিলিয়ে হাঁপিয়ে উঠেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। যার প্রভাব পড়েছে তাদের মাঠের পারফরম্যন্সেও। ফলাফল টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে ব্যর্থ ভারত। কোচের পদ থেকে বিদায় নেয়ার আগে আরও একবার কোহলিদের ঢাল হলেন শাস্ত্রী।


তিনি বলেন, ‘আমি বিরাটের ফর্ম নিয়ে খুব একটা ভাবি না। ক্রিকেটারদের নিয়ে আমি চিন্তিত নই। ডন ব্রডম্যানকে এমন জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে রাখলে তাঁর গড়ও কমে যেত।’


এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ১৫ অক্টোবর। আর এদিকে টি-টয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু হয় ২৩ অক্টোবর। যার ফলে কোনো বিশ্রাম পাননি ভারতীয় ক্রিকেটাররা।


শাস্ত্রীর ধারণা আইপিএল আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বিরতি রাখলে ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পেত। তিনি বলেন, ‘আমি কোনো অজুহাত দিতে চাই না। গত ছয় মাস ধরে জৈব-সুরক্ষাবলয়ের মধ্যে আছি। আইপিএল আর বিশ্বকাপের মাঝে একটা বিরতির দরকার ছিল।’


ভারতের সদ্য বিদায়ী প্রধান কোচ আরও বলেন, ‘ভারতের ইতিহাসে এবারের দলটি দুর্দান্ত এতে আমার কোনো সন্দেহ নেই। দুর্ভাগ্যবশত, আমরা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball