promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন গেইল?

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জস হ্যাজেলউডের পর প্যাট কামিন্সের লেন্থ বলেও লং অনের ওপর দিয়ে ভাসিয়ে ছক্কা মারলেন গেইল। এমন শুরুতে পুরোনো গেইলের একটুখানি ঝলক মিললেও সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৯ বলে ১৫ রানের ইনিংস খেলে ব্যাট উঁচিয়ে হাসি মুখে যখন ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখন ডাগ আউটে থাকা সতীর্থরা অভিবাদন জানালেন। আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে কি তবে শেষ ম্যাচ খেলে ফেললেন গেইল?


বয়স বাড়ছে ক্রমাগত, বয়সের সঙ্গে ভাটা পড়েছে গেইলের পারফরম্যান্স। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না মারকুটে এই ব্যাটার। অভিজ্ঞতার ব্যাটে চড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন তিনি।


promotional_ad

যদিও সেটা কাজে লাগাতে পারেননি ‘ইউনিভার্স বস’। অপেক্ষায় থাকা সমর্থকরাও দেখতে পায়নি গেইলের সেরা সময়ের ঝলক। পুরো আসরে ৫ ম্যাচ খেলে মোটে ৪৫ রান করেছেন গেইল। এমন পারফরম্যান্সের পর ৪২ বছর বয়সি এই ব্যাটারের বিদায় বলাটা প্রায় অনুমেয়ই ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি তিনি। 


শ্রীলঙ্কার বিপক্ষে হারায় সেমিফাইনালের স্বপ্ন ধুলিসাৎ হয় টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। এদিন ওপেনিংয়ে ব্যাট করতে এসে খানিকটা সেরা সময়ের আভাস দিয়েছিলেন গেইল। 


দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের বলে লং অনের ওপর দিয়ে ভাসিয়ে ছক্কা মারেন গেইল। পরের ওভারে কামিন্সের লেন্থ বলে সুযোগ পেয়ে সেটিও অন দিয়ে উড়িয়েছেন। তবে পরের বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হতে হয় তাঁকে। ফেরার চিত্রে হয়তো এটিই গেইলের শেষ আন্তর্জাতিক ম্যাচ।


২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩০১ ওয়ানডে, ১০৩ টেস্ট ও ৭৯ টি-টোয়েন্টি খেলেছেন গেইল। যেখানে ওয়ানডেতে ৩৭.৮৩ গড়ে তার রান ১০ হাজার ৪৮০। ২৫ সেঞ্চুরিরে সঙ্গে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি।


সাদা পোশাকের ক্রিকেটে ৪২.১৮ গড়ে ৭ হাজার ২১৪ করেছেন গেইল। যেখানে ১৫ সেঞ্চুরির সঙ্গে রয়েছে দুটি ট্রিপল সেঞ্চুরি। ২০ ওভারের ক্রিকেটে ২৭.৯২ গড় ও ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ১ হাজার ৮৯৯ রান করেছেন। টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি রয়েছে তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball