promotional_ad

‘থার্ড গ্রেডে’ও এমন ব্যাটিং পাবেন না: মার্ক ওয়াহ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৭৩ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। ম্যাচটি টাইগাররা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। লাল-সবুজের দলের এমন হার দেখে কড়া সমালোচনা করেছেন মার্ক ওয়াহ।


অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানের মতে, বাংলাদেশের ব্যাটিং আন্তর্জাতিক মানেরই ছিল না। তৃতীয় শ্রেণীর ক্রিকেটেও এমন ব্যাটিং দেখা যায় না বলেও বাংলাদেশকে খোঁচা দিয়েছেন তিনি।


promotional_ad

ফক্স স্পোর্টসকে ওয়াহ বলেন, ‘খুবই পীড়াদায়ক ব্যাটিং প্রদর্শনী। আমি জানি অস্ট্রেলিয়া ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশ যেমন ব্যাটিং করেছে তা অবশ্যই আন্তর্জাতিক মানের না। খুবই বিব্রতকর প্রদর্শনী। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ তারা যেমন খেলেছে থার্ড গ্রেডেও এমন ব্যাটিং পাবেন না।’


কার্যত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং খুবই ভয়াবহ ছিল মাহমুদউল্লাহর দলের। আসরের প্রথমভাগে স্কটল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে ১৩৪ রান করেছিল তারা। ম্যাচটিও জিততে পারেনি স্কটল্যান্ডের কাছে।


প্রথম পর্বের বাকি দুই ম্যাচে তুলনামূলক দুর্বল দল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের রান ছিল যথাক্রমে ১৫৩ ও ১৮১। ম্যাচ দুটো জিতে সুপার টুয়েলভে জায়গা করে নেয় তারা।


সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহর দল করে ১৭১ রান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ১২৪, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৯ (পরে ব্যাটিং করে) ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয় তারা। নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ, যা আসরে নিজেদের দলীয় সর্বনিম্ন রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball