promotional_ad

ভিসের চোখে সাকিব-রাসেল বিশ্বসেরা অলরাউন্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নামিবিয়া বাছাই পর্ব পার হয়ে খেলছে সুপার টুয়েলভে। দলকে এই পর্যন্ত টেনে আনতে ব্যাটে-বলে অবদান রেখেছেন ডেভিড ভিসে। নামিবিয়ার সেরা এই অলরাউন্ডারের মতে বর্তমান সময়ের অলরাউন্ডারদের মধ্যে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল।


আইসিসি টি-টোয়েন্টি বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অলরাউন্ডার সাকিব। পু্রো ক্যারিয়ার জুড়েই ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসের সঙ্গে মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটিং দিয়ে নিজেকে আলাদা ভাবে চিনিয়েছেন রাসেল।


promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা পারফর্মাদের একজন সাকিব। আসরে বাংলাদেশ যেই দুই ম্যাচে জিতেছে এর দুটোতেই ম্যাচ সেরা হয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের পক্ষে সর্বোচ্চ রান, উইকেট এবং ছক্কার মালিকও এই অলরাউন্ডার।


সাকিব প্রসঙ্গে ভিসে বলেন, ‘সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে বিশ্বমানের ব্যাটার ও বোলার এবং অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে দারুণ ক্রিকেট খেলছে।’


আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই বেশ কদর আছে রাসেলের। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের পাওয়ার হিটিং যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।


রাসেল প্রসঙ্গে ভিসে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেল অন্যতম সেরা অলরাউন্ডার। কারণ সে একজন ম্যাচজয়ী ক্রিকেটার। ব্যাট-বল সব জায়গাতেই সে আপনার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। সে খুবই বিপদজনক ক্রিকেটার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball