promotional_ad

বেটিং কোম্পানির সঙ্গে আইপিএলের যোগসূত্র, তদন্ত চলছে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা বেটিং বা বাজি কোম্পানির সঙ্গে জড়িত আছে বলে দাবি করা হয়েছে ভারতীয় জনপ্রিয় ম্যাগাজিন আউটলুকের এক প্রতিবেদনে, চলছে তদন্তও।


গত সোমবার (২৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে দল কেনার জন্য মোট নয়টি কোম্পানি অংশগ্রহণ করেছিল। যেখানে ৫ হাজার ৬২৫ কোটি রুপি দর হাঁকিয়ে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস।


promotional_ad

সিভিসি ক্যাপিটালসের মালিকরা বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকায় তাদের তদন্ত করছে আইপিএল কতৃপক্ষ। আউটলুক ম্যগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় সিভিসি ক্যাপিটালসকে তদন্ত করা হচ্ছে।’


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সিভিসি ক্যাপিটালসের মালিকদের বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় তারা সমস্যায় পড়েছে। সিভিসি ক্যাপিটালস বাজি এবং জুয়া কোম্পানিগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে।’


বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দুই নতুন দলের নাম প্রকাশের পরপরই নতুন ফ্র্যাঞ্চাইজির কোনো একটির বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকা নিয়ে টুইট করেছিলেন ললিত মোদি।


আইপিএলের সাবেক এই চেয়ারম্যান টুইটারে লিখেন, ‘আমার ধারণা বাজি কোম্পানিগুলোও আইপিএলে দল কিনতে পারে। এটা অবশ্যই একটা নতুন নিয়ম। স্পষ্টতই একজন দরদাতা একটি বড় বাজি কোম্পানির মালিক। তারপর কী হবে? বিসিসিআই কি এসবে খোজ-খবর নেয় না? এমন ক্ষেত্রে দুর্নীতি দমন ইউনিট কী করতে পারে?’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball