promotional_ad

আমাদের স্পিন শক্তি সম্পর্কে সারা বিশ্ব জানে: নবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটে উত্থানের পর থেকেই মাঠের লড়াইয়ে স্পিন শক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান। স্পিন আক্রমণে বিশ্বকে আরো একবার ভেলকি দেখাল দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুজিব-উর-রহমান ও রশিদ খানের স্পিন জাদুর কল্যাণে স্কটল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে তারা। ম্যাচটিও জিতে নেয় ১৩০ রানের বিশাল ব্যবধানে। এই জয়ের পর মোহাম্মদ নবি জানিয়েছেন, আফগানিস্তানের স্পিন শক্তি সম্পর্কে সারা বিশ্ব জানে।


সোমবার (২৫ অক্টোবর) শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৯০ রানের সংগ্রহ গড়েছিল আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে আফগানদের স্পিন ফাঁদে পড়ে স্কটল্যান্ড। মুজিব ও রশিদদের কাছে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করে ১০ ওভার ২ বলে মাত্র ৬০ রানে অলআউট হয় তারা।


promotional_ad

এ প্রসঙ্গে নবি বলেন, 'বিশ্ব জানে রশিদ ও মুজিবের মতো আমাদের কিছু ভালো স্পিনার আছে, তারা বিশ্বের সব জায়গায় খেলেছে। আমাদের খুব ভালো টিম কম্বিনেশন আছে। আমরা যখন স্থানীয় টুর্নামেন্ট খেলি তখন আমি, মুজিব এবং রশিদ সবচেয়ে দামি বোলার হিসেবে আমাদের নাম ওঠে। মুজিব তার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছে এবং ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে। এটা দেখতে ভালো লেগেছে, এটা অসাধারণ ছিল।’


এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২০ রানের খরচায় পাঁচটি উইকেট তুলে নিয়েছেন মুজিব। এদিন স্কটিশ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দুই ওভার দুই বলের বেশি করতে পারেননি রশিদ। মাত্র ১৪টি বল করেই ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন এই লেগ স্পিনার। অবশ্য পাঁচ উইকেট তুলে নেওয়ার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুজিব। সতীর্থ মুজিবের হাতে ম্যাচ সেরার পুরস্কার দেখে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নবি।


আইসিসির বৈশ্বিক আসরটিতে বিশাল ব্যবধানে জিতে উড়ন্ত শুরু করেছে নবীর দল। প্রতিযোগিতামূলক আসরে প্রথম ম্যাচে সবসময়ই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নবী। সবশেষ এই ম্যাচে বড় সংগ্রহ গড়ার পুরো কৃতিত্ব ৩৬ বলে ৫৯ রান করা নাজিবুল্লাহ জাদরানকে দিয়েছেন তিনি।


অলরাউন্ডার নবী আরও বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে জয়টা গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়া আমাদের পরিকল্পনা ছিল। দুই ওপেনারই ভালো শুরু করেছিল তাই আমরা পাওয়ার প্লে ভালোভাবে শেষ করেছি। উইকেটের মধ্যে ওদের রানিংটা ভালো ছিল। আমরা স্ট্রাইকটা সত্যিই ভালোভাবে রোটেড করতে পেরেছি। এত বড় সংগ্রহ করার জন্য নাজিব অবদান রেখেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball