promotional_ad

উইন্ডিজের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন লারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিধ্বংসী ব্যাটিং লাইনআপ সাজিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এভিন লুইস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের নিয়ে গড়া উইন্ডিজের ব্যাটিং লাইনআপ। উত্তরসূরিদের এমন অনাকাঙ্খিত পারফরম্যান্সে ভাষা হারিয়ে ফেলেছেন ব্রায়ান লারা।


শনিবার (২৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১ এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল উইন্ডিজ। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আদিল রশিদ, মঈন আলী, টাইমাল মিলসদের বোলিংয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে উইন্ডিজকে। উইকেট পতনের মিছিলে ১৪ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।


promotional_ad

প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে সামর্থ্য হননি লেন্ডল সিমন্স, লুইস, গেইল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, পোলার্ড ও রাসেলরা। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান এসেছে তিনে নামা ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতেই পারেননি।


সহজ লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৭০ বল বাকি থাকতেই। তাতে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে উইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ লারা। উইন্ডিজের এমন ইনিংস বেশ হতাশাজনক ও বেপরোয়া ছিল বলে উল্লেখ করেছেন তিনি।


ম্যাচটি প্রসঙ্গে লারা বলেন, 'বিষয়টি হতাশাজনক ও এটা বেপরোয়া ছিল। এটা বর্ণনা করার মত শব্দ আমার জানা নেই। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’


আসরে এখনো চারটি ম্যাচ বাকি রয়েছে উইন্ডিজের। আগামী ২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি মাঠে গড়াবে ২৯ অক্টোবর। কাইরন পোলার্ডের দলের শেষ দুই ম্যাচ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৬ নভেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball