promotional_ad

লিটন-নাইমেই আস্থা ডমিঙ্গোর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে গেলেও এখনও নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। পুরো বছরের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ডেও নিজেদের ব্যর্থতা বয়ে নিয়ে চলেছেন তারা। নিজেদের সর্বশেষ দুই ম্যাচে লিটন দাস-নাইম শেখরা  ওপেনিং করলেও ৫০ পেরোনো কোনো জুটি গড়তে পারেননি। তবুও তাদের দুজনের ওপরই আস্থা রাখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 


চলতি বছরের শুরু থেকেই টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ লিটন। যা অব্যাহত রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এ বছর এখন পর্যন্ত ১১ ইনিংসে ব্যাট করে মোটে ১১৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যদিও তার থেকে খানিকটা এগিয়ে নাইম। 


promotional_ad

২০২১ সালে বাঁহাতি এই ব্যাটার করেছেন ৪১৫ রান। যদিও জুটি গড়তে তারা দুজনই ব্যর্থ। চলতি বছর ওপেনিংয়ে দেখা গেছে নাইম, লিটন, সৌম্য এবং এক ম্যাচে শেখ মেহেদি হাসানকে। যেখানে উদ্বোধনী জুটিতে সমান একটি করে একশ ও পঞ্চাশ রানের জুটি গড়েছে বাংলাদেশের ওপেনাররা। 


বিশ্বকাপ বাছাই পর্বের তিন ম্যাচের কোনটিতেই পঞ্চাশ পার হওয়া জুটি গড়তে পারেনি বাংলাদেশের ওপেনারা। যেখানে দুটি ম্যাচে নাইম-লিটন এবং অন্য ম্যাচে সৌম্য-লিটন ওপেনিং করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে কোন পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, ‘না।’


টি-টোয়েন্টিতে অন্য দলগুলো পাওয়ার প্লেতে দ্রুতগতিতে বেশি রান তুললেও সেখানে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে বেশি রান করতে পারলে ওই দলের জয়ের সম্ভাবনাটাও বাড়ে। এটা বেশ ভালো করেই জানেন ডমিঙ্গো। যে কারণে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওভার গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।


ডমিঙ্গো বলেন, ‘পাওয়ার প্লেতে পারফরম্যান্স এখানে গুরুত্বপূর্ণ। যে দলগুলো পাওয়ার প্লেতে বেশি রান করে, ওরাই বেশি জেতে, এমন একটা ধারা দেখা যাচ্ছে। আমি মনে করি, ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই আগামীকাল প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball