promotional_ad

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জ্যান ফ্র্যাইলিঙ্ক ও ডেভিড ভিসের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ১২৫ রানে আটকে দিয়েছিল নামিবিয়া। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক জেরার্ড ইরাসমুস ও ভিসের ব্যাটে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে নামিবিয়া। তাতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিল তারা।


জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নামিবিয়া। উদ্বোধনী জুটিতে জ্যানে গ্রিন ও ক্রেইগ উইলিয়ামস মিলে যোগ করেন ২৫ রান। কুর্টিস ক্যাম্ফারের বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন ১৫ রান করা উইলিয়ামস।


promotional_ad

তিনে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন ইরাসমুস। দ্বিতীয় উইকেট জুটিতে গ্রিনের সঙ্গে যোগ করেন ৪৮ রান। ওপেনার গ্রিন ৩২ বলে ২৪ রান করে সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি। চারে নেমে ইরাসমুসকে দারুণভাবে সঙ্গ দেন ভিসে। 


শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে দলের জয় নিশ্চিত করেন ইরাসমুস ও ভিসে। শুধু দলের জয়ই নিশ্চিত করেননি সঙ্গে নামিবিয়াকে প্রথমবারের মতো সুপার টুয়েলভে খেলার স্বাদ দিয়েছেন তারা দুজন। ৮ উইকেটে জয় পাওয়ার দিনে ইরাসমুস ৫৩ ও ভিসে ২৮ রানে অপরাজিত ছিলেন। 


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ পল স্টার্লিং ৩৮ রান করেছেন। এ ছাড়া কেভিন ও;ব্রায়েন ২৫ এবং অধিনায়ক অ্যান্ড্র বালবির্নি করেছেন ২১ রান। নামিবিয়ার হয়ে ফ্র্যাইলিঙ্ক তিনটি ও ভিসে নিয়েছেন দুটি উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ১২৫/৮ (ওভার ২০) (স্টার্লিং ৩৮, কেভিন ২৫, ফ্রাইলিঙ্ক ৩/২১, ভিসে ২/২২)

নামিবিয়া: ১২৬/২ (ওভার ১৮.৩) (ইরাসমাস ৫৩*, ভিসে ২৮*, ক্যাম্পার ২/১৪



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball