promotional_ad

অতীত নয়, ভবিষ্যতে তাকিয়ে হেইডেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা করে রঙ ছড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। চরম উত্তেজনায় ঠাসা এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে দল দুটি। তাই এই ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই দলই। অতীতের ফলাফলে চোখ না রেখে ভারতের বিপক্ষে জিতে আসর শুরু করাতেই আপাতত চোখ রাখছেন ম্যাথু হেইডেন।


সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের জন্য পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেয়েছেন হেইডেন। দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই তারকায় ভরা বিরাট কোহলির দলের মুখোমুখি হচ্ছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ওপেনার। এই ম্যাচে জিতে আসর শুরু করা তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


promotional_ad

আগামী ২৪ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ-২ এর ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে পরিসংখ্যানের হিসাবে বিরাট কোহলিদের চেয়ে ঢেড় পিছিয়ে বাবর আজমরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি তারা। তবে পূর্বের সমীকরণ নিয়ে ভাবছেন না হেইডেন।


তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচের দিনে সেরা পারফরম্যান্স করা। আমরা যে লক্ষ্য ঠিক করছি তা হলো জয় দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু করা। ভারতের বিপক্ষে জয় পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে অনেকটা এগিয়ে দেবে। অতীতে যা হয়েছিল তা আমাদের ভাবা উচিত নয়। ক্রিকেটে প্রতিদিন একটি নতুন নতুন কিছু হয় এবং বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে।’


ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের ক্রিকেটারদের মধ্যে বাড়তি চাপ থাকলেও তাদের বেশ খুশি ও স্বতঃস্ফূর্ত দেখাচ্ছে বলে জানিয়েছেন হেইডেন। এ বিষয়টি অন্যান্য দলগুলোর বিপক্ষে পাকিস্তানকে এগিয়ে রাখবে বলে মনে করেন তিনি। তাই বিশ্বকাপ জয়ের জন্য প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেদের সেরা দেওয়া সম্ভব বলে জানান হেইডেন।


তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটের প্রতি আমার অনেক সম্মান আছে। আমাকে স্বীকার করতেই হবে যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে পাকিস্তানের ড্রেসিংরুমের অংশ হবো। দলের সবার মনোভাবে বোঝা যাচ্ছে ওরা বেশি কিছুই প্রত্যাশা করছে। খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক দৃঢ় বলে মনে হচ্ছে এবং আমাদের প্রথম ম্যাচের জন্য চাপ থাকা সত্ত্বেও ওরা খুশি এবং স্বস্তিতে রয়েছে বলে মনে হচ্ছে। আমরা বিশ্বকাপ জেতার জন্য অন্যদের মোকাবেলা করতে নিজেদের সেরা পন্থা অবলম্বন করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball