promotional_ad

আইপিএলে দল নিতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনের আসরে যোগ দেবে নতুন দুটি দল। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানী ’গ্লেজার ফ্যামিলি’ আইপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে।


নতুন দুই দলের জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একটি বেসরকারী ফার্মের মাধ্যমে বিসিসিআইয়ের কাছ থেকে ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) নিয়েছে গ্লেজার ফ্যামিলি।


promotional_ad

ভারতীয় জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে আইপিএল গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা বলেছেন, ‘নিয়ম অনুযায়ী বিদেশী বিনিয়োগকারীরা যদি শর্তগুলো পূরণ করে তবে তারা বিড জমা দেওয়ার যোগ্য। আমরা শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছি না যে, ম্যানচেস্টার ইউনাইটেড মালিকরা বিডিং টেবিলে আসবে কি না। তবে আমরা জেনেছি তারা আগ্রহ দেখিয়েছে।’


বিসিসিআই ইতোমধ্যেই আইপিএলকে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে । এর ফলে নতুন দুটি দল নিতে আগ্রহী ক্রেতার সংখ্যা অনেক। যেখানে তাদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে।


বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য দরদাতারা বিড করার যোগ্য হওয়ার জন্য প্রত্যেক দলের জন্য গড়ে ৩০০০ কোটি টাকার ভিত্তিমূল্য বা ২৫০০ কোটি টাকার ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দিতে হবে।


এর আগে গত ৩০ আগস্ট আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সভায় নতুন দুই ফ্র্যাঞ্চাইজিকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা গত বছরের ডিসেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় প্রথম প্রস্তাবিত হয়েছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball