promotional_ad

ওয়ার্নারের ফর্ম নিয়ে একটুও দুশ্চিন্তা নেই অস্ট্রেলিয়ার!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হয়ে গেলেও এখনও রান খরা কাটাতে পারেননি ডেভিড ওয়ার্নার। আইপিএলের মতোই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। তাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল একাদশে ওয়ার্নার সুযোগ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে ওয়ার্নার অফ ফর্মে থাকলেও তাকে নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না গ্লেন ম্যাক্সওয়েল।


সদ্যই শেষ হওয়া আইপিএলে সানরাইজার্স হায়রাবাদে নিজের খেলা শেষ দুই ম্যাচে যথাক্রমে ০ ও ২ রান করেছিলেন ওয়ার্নার। এ কারণে হায়দরাবাদের পরবর্তী ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যর্থ হলেও গত সোমবার (১৮ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়া দলে ছিলেন ওয়ার্নার।


promotional_ad

দল ৩ উইকেটে জিতলেও নিজের ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের প্রথম বলেই স্লিপে থাকা মার্টিন গাপটিলের কাছে ক্যাচ দিয়ে শূন্য রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি। সতীর্থ ওয়ার্নারের এমন বাজে সময়ে পাশে দাঁড়িয়েছেন ম্যাক্সওয়েল। খারাপ সময়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটি ওয়ার্নার ভালোভাবেই জানেন বলে মন্তব্য করেছেন তিনি।


এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘ওয়ার্নারকে নিয়ে অবশ্যই কোনো সন্দেহ নেই। সে জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তিন সংস্করণেরই সে তারকা ক্রিকেটার। সে প্রচুর রান করেছে। সে ক্রিকেটের তিন সংস্করণেই সুপারস্টার ক্রিকেটার। দুর্ভাগ্যবশত সে গতকাল গাপটিলের হাতে দুর্দান্ত ক্যাচে আউট হয়েছিল।’


আগামী ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। তার আগে ২০ অক্টোবর ভারতের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। সেই ম্যাচে ওয়ার্নার নিজেকে মেলে ধরতে না পারলেও মূল পর্বে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস ম্যাক্সওয়েলের।


তিনি বলেন, ‘আপনি যখন রান পাওয়ার জন্য লড়াই করছেন তখন এই ধরণের ঘটনা ঘটে। পরবর্তী অনুশীলন ম্যাচেও যাই ঘটুক না কেন, ২৩ অক্টোবর সে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কারণ আপনি জানেন সে আগ্রাসী মনোভাবে খেলাার জন্যই মাঠে নামতে যাচ্ছে। বরাবরের মতো সে আমাদের জন্য বড় ধরনের অবদান রাখতে চলেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball