promotional_ad

বিশ্বাসের ঘোড়ায় চড়ে স্কটল্যান্ডের বাংলাদেশ জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত যাত্রা শুরু করেছে স্কটল্যান্ড। মূলত নিজেদের সামর্থ্যের আত্মবিশ্বাসের কারণেই বাংলাদেশকে হারানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শেন বার্জার।


প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়ে মূল পর্বে খেলতে একধাপ এগিয়ে গেল স্কটিশরা। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে যেকোনো একটি ম্যাচ জিতলেই মূল পর্বের টিকিট নিশ্চিত করবে তারা।


promotional_ad

বাংলাদেশ ম্যাচের আগেই স্কটিশ কোচ বার্জার বলেছিলেন, ওমান ও পাপুয়া নিউগিনির চেয়ে বাংলাদেশকে কখনো বড় করে দেখেন না তারা। ম্যাচের পরও একই রকম সুর তাঁর। বাংলাদেশকে হারানো সম্ভব এবং এটা দলের সবাই সবসময় বিশ্বাস করতো, ম্যাচ জয়ের পর এমনটি জানিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে বার্জার বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস রাখতাম আমরা তাদের হারাতে পারব। কিন্তু আমরা সবাই জানি যে এটি কেবল প্রথম ম্যাচ এবং আমাদের খুব দ্রুত এটিকে পাশ কাটিয়ে যেতে হবে।’


জয় দিয়ে শুরু হলেও সামনের ম্যাচগুলোর প্রতি দলের ক্রিকেটারদের কঠোর নজর রাখার পরামর্শ দিয়েছেন স্কটিশ কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আরো অনেকগুলো ম্যাচ আছে বলে শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন তিনি।


এই দক্ষিণ আফ্রিকান বলেন, ‘আমাদের বিশ্বকাপ যাত্রায় এর মাধ্যমে দারুণ শুরু হলো। কিন্তু আমি মনে করি এটি কেবল বিশ্বকাপে আমাদের দীর্ঘ পথের শুরু।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball