Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নাইমকে একাদশে না দেখে অবাক তামিম


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে নিয়মিত ওপেন করতে দেখা গেলেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি নাইম শেখ। বাঁহাতি এই ওপেনারকে একাদশে না দেখে অবাক হয়েছেন তামিম ইকবাল। 

লম্বা সময় ধরে তামিম টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় দলের ওপেনার হিসেবে বিবেচনায় ছিলেন নাইম, লিটন দাস এবং সৌম্য সরকার। দলের প্রয়োজনে কখনও নিচের দিকেও ব্যাট করতে দেখা গেছে সৌম্যকে। তবে বরাবরই ওপেনিংয়ে ব্যাট করছিলেন নাইম।

যদিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রথম পছন্দ ছিলেন তরুণ এই ওপেনার। তবে ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও ব্যর্থ ছিলেন শ্রীলঙ্কা ও আয়ারল্যন্ডের বিপক্ষে।

প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারায় জায়গা হারাতে হয়েছে নাইমকে। এদিকে সৌম্য বল করতে পারার কারণেও নাইমকে একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে বলে মনে করেন তামিম। তবে দলের প্রধান ওপেনার হিসেবে বিশ্বকাপে নিয়ে যাওয়ার পর না খেলানোয় অবাক তিনি।

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত নগদ প্রেজেন্টস দ্য তামিম ইকবাল শো'তে তামিম বলেন, ‘নাইম শেখের না খেলাতে আমি কিছুটা অবাক হয়েছি। কারণ যাওয়ার আগে যে ধরনের টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে যে সে সম্ভবত দলের প্রধান ওপেনার হিসেব বিশ্বকাপে খেলতে যাচ্ছে। একটা দুইটা প্রস্তুতি ম্যাচে একজন খেলোয়াড় যদি রান না করে আর ওকে যদি আপনি প্রধান খেলোয়াড় হিসেব বলে নিয়ে গিয়ে যদি ম্যাচ না খেলান সে কারণে একটু অবাক হয়েছি।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘কিন্তু এরকম অনেক সিদ্ধান্তে আমিও থাকি। সবার সঙ্গে সব মিলে না। আমি নিশ্চিত অধিনায়ক-টিম ম্যানেজমেন্ট কোন একটা কারণে এটা করেছে। সম্ভবত সৌম্য বোলিং অপশন হিসেব খেলায় নাইম বাদ পড়েছে।’

সর্বশেষ

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

প্যাটেলের ঘূর্ণির পর মায়াঙ্কের সেঞ্চুরিতে ভারতের প্রতিরোধ

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

মেন্ডিস-এম্বুলদেনিয়ার স্পিনে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

১২ ডিসেম্বর পিএসএলের ড্রাফট

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

বিশ্বকাপের আগেই রোহিতকে আউট করার টোটকা দিয়েছিলেন রমিজ

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

অস্ট্রেলিয়ার জার্সিতে রান করতে পারলেই খুশি ল্যাবুশেন

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

শনিবার চূড়ান্ত হচ্ছে আইপিএলের মেগা নিলামের দিনক্ষণ

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

পেশাদার ক্রিকেটার হিসেবে ধানক্ষেতেও ভালো খেলতে হবে: মুমিনুল

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

৫০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

ইনজুরিতে ছিটকে গেলেন উইলিয়ামসন ও ভারতের তিন ক্রিকেটার

৩ ডিসেম্বর, শুক্রবার, ২০২১

ডমিঙ্গোকে বরখাস্ত করেছে বিসিবি?

আর্কাইভ

বিজ্ঞাপন