Connect with us

আইপিএল

কলকাতাকে ফাইনালে তোলার পুরো কৃতিত্ব ম্যাককালামের!


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্ব শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। তাই প্লে-অফ নিশ্চিত করতে হলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো ইয়ন মরগানদের। দ্বিতীয় পর্বে টানা কয়েকটি ম্যাচ জিতে সেই অসাধ্যকে সাধন করেছে তারা। প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি ফাইনালেও পৌঁছে গেছে দলটি। কলকাতার এমন সাফল্যের পুরো কৃতিত্ব প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে দিলেন ডেভিড হাসি।

আইপিএলের প্রথম পর্বে নিজেদের সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছিল কলকাতা। তবে সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ সাত ম্যাচের পাঁচটিতে জয় তুলে নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা। এরপর এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে ওঠে কলকাতা।

কঠিন সমীকরণের সামনে থেকে ক্রিকেটারদের মানসিকভাবে উৎসাহ যুগিয়েছেন ম্যাককালাম। সে কারণে ম্যাককালামকে প্রশংসায় ভাসান কলকাতার ব্যাটিং পরামর্শক হাসি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (ম্যাককালাম) আসলে এই অবস্থানে থেকে যা করে দেখিয়েছে তা অসম্ভব। এটা অসাধারণ। আমরা পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ছিলাম এবং মোটেও দুর্দান্ত ক্রিকেট খেলিনি। সে সেই অবস্থা থেকে পুরোপুরি মোড় ঘুরিয়ে দিয়েছে। সে সবাইকে নতুন করে জীবন দান করেছে। সে দলকেও স্বস্তির জায়গায় রেখেছে।’

আইপিএলে তৃতীয়বারের মতো কলকাতাকে ফাইনালে তোলার পুরো কৃতিত্ব ম্যাককালাম দাবি করার যোগ্যতা রাখেন বলে মনে করেন হাসি। দলের সবাই এই কিউই কোচের ওপর দারুণ সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি।

সাবেক এই অজি ক্রিকেটার বলেন, ‘সবাই খুশি, সবাই হাসছে, এবং ম্যাককালাম চাইলে নিজেই অনেক কৃতিত্ব নিতে পারে বলে মনে করি। তবে আমি জানি সে তেমনটি করবে না কারণ সে খুবই নম্র মানুষ। কিন্তু আইপিএলের এই অংশে সে যা করে দেখিয়েছে তার জন্য ওর অনেক কৃতিত্ব দাবি করা উচিত।’

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন