promotional_ad

কোনো দল আমাদেরকে হালকাভাবে নেবে না: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উইকেট না পেলেও বল হাতে বেশ মিতব্যয়ী ছিলেন সাকিব আল হাসান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে জয়স???চক শট খেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। শেষ ওভারে যখন ৭ রান দরকার তখন চাপের মুখে দাঁড়িয়ে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে চার মারেন সাকিব। 


তাতে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে। পেশাদার ক্রিকেটার হিসেবে এমন চাপ সামলানোর সামর্থ্য তাঁর রয়েছে বলে মনে করেন সাকিব। দীর্ঘদিন ধরে খেলার কারণেই এগুলো আয়ত্তে এসেছে বলে জানান তিনি। 


promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘চাপ সবসময় থাকে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে এর সঙ্গে মানিয়ে নেওয়া রপ্ত করতে হয় আমাদের। আমি অনেক দিন ধরে খেলছি এবং আমার জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছি। এই ধরনের চাপ নিয়ন্ত্রণ করার সামর্থ্য আমার আছে।’


আইপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি কলকাতার। ভারত পর্বে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় প্লে অফে উঠতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। এক কথায় যা নক আউট পর্বের মতো।


সেই চ্যালেঞ্জ উতরে প্লে অফে জায়গা করে নিয়েছে তাঁরা। ফাইনালে উঠতে আরও এক ধাপ পেরোতে হবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যদের। বর্তমানে দল আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বলে মনে করেন সাকিব।  বর্তমানে কোনো দল এখন আর কলকাতাকে হালকাভাবে নেবে না বলে মনে করেন তিনি। 


তিনি বলেন, ‘যে প্রক্রিয়া আমরা এতদিন ধরে অনুসরণ করছি, আমরা ঠিক সেই ফর্মুলাই প্রয়োগ করব। আবুধাবি কিংবা সংযুক্ত আরব আমিরাতে আসার পর থেকে আমরা নকআউট মনোভাব নিয়ে আছি এবং একে একে ওইসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। আমাদের দলের জন্য এখন ভালো একটা ব্যাপার হলো কলকাতার ক্যাম্পে আত্মবিশ্বাসের যে মাত্রা, তাতে কোনো দলই আমাদের হালকাভাবে নিবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball