promotional_ad

নাসুমকে পেছনে ফেলে সেপ্টেম্বরের সেরা লামিচানে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বরের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সন্দীপ লামিচানে। নেপালের এই স্পিনার ছাড়াও সেপ্টেম্বরের প্লেয়ার অফ দ্য মান্থের দৌড়ে ছিলেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ এবং যুক্তরাষ্ট্রের মারকুটে ব্যাটার জাসকারান মালহোত্রা।


আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ আলো ছড়িয়েছেন লামিচানে। ছয়টি ওয়ানডে ম্যাচে তিনি শিকার করেছেন ১৮ উইকেট মাত্র ৭.৩৮ ইকোনমিতে।


promotional_ad

এর মধ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন এই বিস্ময় স্পিনার। দারুণ পারফরম্যান্সেই সর্বাধিক ভোট পেয়েছেন তিনি।


গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার নাসুম। তিনি ৫ ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন।


এর মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রানে ৪টি উইকেট পেয়েছিলেন নাসুম। তার দারুণ পারফরম্যান্সের সুবাদে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল লাল-সবুজের দল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান মালহোত্রা আইসিসি বিশ্বকাপ লিগ-২ এ ৬ ম্যাচে করেন ২৬১ রান।


নারী ক্রিকেটে সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট। ইংল্যান্ড অধিনায়ক সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল লি'কে পেছনে ফেলেছেন।


আইসিসির ভোটিং একাডেমির ৯০ ভাগ ভোট ও আইসিসি ওয়েবসাইটে ক্রিকেট সমর্থকদের ১০ ভাগ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball