promotional_ad

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে একাধিক পরিবর্তন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। রবিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে তাঁরা।


এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবে দাসুন শানাকা। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন ধনাঞ্জয়া ডি সিলভা। বেশ কয়েকবার স্কোয়াড পরিবর্তন আনার পরও চমক রেখেই চূড়ান্ত স্কোয়াড দিয়েছে এসএলসি। আগের তালিকায় নাম না থাকা সত্ত্বেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিন ক্রিকেটার।


promotional_ad

তাঁরা হলেন, আকিলা ধনাঞ্জয়া, লাহিরু কুমারা ও বিনুরা ফার্নান্দো। আগের ২৩ সদস্যের স্কোয়াডে ছিলেন কিন্তু মূল দলে জায়গা পাননি এমন ক্রিকেটারের সংখ্যা সাত জন। এই তালিকায় আছেন কামিন্দু মেন্ডিস, নুয়ান প্রদীপ, প্রবীণ জয়াবিক্রম, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান ও আশেন বান্দারা।


এর আগে গত ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। মূল দলের সঙ্গে রাখা হয়েছিল তিন অতিরিক্ত ক্রিকেটারকে। সবমিলিয়ে স্কোয়াড ছিল ১৮ জনের।


এরপর এক অক্টোবর আবারও স্কোয়াডে পরিবর্তন আনে লঙ্কান বোর্ড। আগের ১৮ জনের সঙ্গে নতুনভাবে অর্ন্তভুক্ত করা হয় আরও পাঁচ ক্রিকেটারকে। তাদের সবাইকে রাখা হয়েছিল অতিরিক্তদের তালিকায়।


শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশানকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা, দুশমন্থ চামিরা ও বিনুরা ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball