promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টার‌ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্যাটাগরির ভিত্তিতে অংশগ্রহণকারী ১৬ দলের মাঝে ভাগ করে দেয়া হবে ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা ।


বিশ্বকাপের এবারের আসরের শিরোপা জেতা দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি। রানার্স আপ হওয়া দল পাবে ৭ কোটির কাছাকাছি (৮ লাখ ডলার)।


promotional_ad

সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেয়া হবে প্রায় সাড়ে তিন কোটি (৪ লক্ষ্য ডলার)। সুপার টুয়েলভে জয় পাওয়া প্রতিটি দলের জন্য রাখা হয়েছে আলাদা বোনাস। প্রতিটি ম্যাচের জন্য দলগুলো পাবে ৩৪ লাখ টাকা (৪০ হাজার ডলার)।


সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দলগুলোর প্রত্যেকে পাবে ৬০ লাখ করে টাকা। বাছাই পর্ব খেলা দলগুলোর মাঝে যারা জয় পাবে তারাও পাচ্ছে ৩৪ লাখ টাকা। যেখানে এবারের আসরে বাছাই পর্ব খেলছে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।


বাছাই পর্বের দুই গ্রুপ থেকে চার দল সুযোগ পাবে মূল পর্বে। এদিকে আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের এবারের আসর। যদিও শুরুটা হচ্ছে বাছাই পর্ব দিয়ে। বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্ব শুরু হচ্ছে ২৩ অক্টোবর থেকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball