Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

সাকিব-মুশফিকদের জন্য মনোবিদ রাখবে আইসিসি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার কারণে ক্রিকেটারদের কোন সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলা হয়ে পড়েছে বেশ কঠিন। দীর্ঘ সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে অনেকেই মানসিক অবসাদে ভোগেন। ইংল্যান্ডের বেন স্টোকস তো মানসিক অবসাদের কথা বলে ক্রিকেট থেকেই অর্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন।

কিছুদিন আগে ক্রিস গেইলের একই কারণে আইপিএলের মাঝপথে নিজের ফ্র্যাঞ্চাইজির সুরক্ষা বলয় ছেড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্রিকেটারদের থাকতে হবে সুরক্ষা বলয়ে। সেখানে বন্দী থাকার কারণে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব না পড়ে।

সে কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রিকেটারদের জন্য মনোবিদ রাখার বন্দোবস্ত করল আইসিসি। যদিও প্রতিটি দলের সঙ্গেই একজন মনোবিদ থাকে। তবে এবারের বিশ্বকাপে আইসিসিই করেছে সেই ব্যবস্থা। গতকাল আইসিসির কর্মকর্তা অ্যালেক্স মার্শাল জানিয়েছেন এই খবর।

তিনি বলেন, 'আমরা ধরে নিয়েছি যে নিয়ন্ত্রিত পরিবেশের কারণে কিছু লোকের মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটবে। তাদের সাহায্য করার জন্য মনোবিদের ব্যবস্থা রাখছে আইসিসি। চব্বিশ ঘণ্টার মধ্যে যখন ইচ্ছে তারা মনোবিদের সঙ্গে কথা বলতে পারবে।'

মার্শাল আরও বলেন, 'এই সমস্যায় কেউ পড়লেই যেন সেটা দলের মধ্যেই চিহ্নিত করা যায়, সে ব্যবস্থাও রাখছি আমরা। প্রতিটি দলের চিকিৎসকরা যেন নিজস্ব ব্যবস্থাপনায় খেলোয়াড়দের দেখাশোনা করতে পারে সে ব্যবস্থাও থাকবে। এর বাইরে আমাদের আইসিসির পক্ষ থেকে সার্বক্ষণিক মনোবিদ থাকবে।'

একই সঙ্গে আরও একটা ভালো খবরও দিচ্ছে আইসিসি। বিশ্বকাপের সময় ক্রিকেটাররা তাদের পরিবার নিয়েই থাকতে পারবেন টিম হোটেলে। এই সুবিধা দেয়ার কারণ হিসেবে তারা মানসিক অবসাদ দূর করাকেই ব্যাখ্যা করেছেন। তবে তার আগে ক্রিকেটারদের পরিববারের সদস্যকে কোয়ারেন্টাইন পালন করতে হব।

মার্শালের কথায়, 'পরিবারের সদস্যরা কিন্তু মানসিক অবসাদ কাটানোর একটা বড় নিয়ামক। যে কারণে আমরা ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার অনুমতি দিচ্ছি। তবে, ওরা কোয়ারান্টিন পর্ব কাটিয়ে তবেই যোগ হতে পারবে পরিবারের সঙ্গে। এবং তাদের কোভিড রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।'

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন