promotional_ad

ভারতের মাটিতেই আইপিএল থেকে অবসর নিতে চান ধোনি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। তবে সম্প্রতি ব্যাট হাতে অফফর্মে থাকায় সব ধরনের ক্রিকেট থেকে ধোনির অবসরের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। এমনকি আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর অবসর নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন ধোনি নিজেই।


নতুন করে অবসরের প্রশ্ন উঠতেই ধোঁয়াশা রেখে জবাব দিয়েছেন ধোনি। ক্রিকেট ছাড়ার পর চেন্নাইয়ের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতে ভক্তদের সামনে নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।


promotional_ad

ধোনি বলেন, ‘যখন বিদায়ের কথা আসে, আপনি এখনও আমাকে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখছেন এবং এটাও আমার শেষ খেলা হতে পারে। সুতরাং, আপনি এখন পর্যন্ত আমাকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন। আশা করছি, আপনার চেন্নাইয়ের খেলা দেখতে আসবেন এবং সেখানে (ভারত) আমি শেষ ম্যাচটি খেলব। কেননা সেখানে আমি ভক্তদের সামনে থেকে বিদায় নিতে পারব।’


আগামী মৌমুমে আট দলের পরিবর্তে দশটি দল নিয়ে মাঠে গড়াবে আইপিএল। এ ছাড়া আগামি আইপিএলের আগেই মেগা অকশন অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে সেরা ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দলগুলোকে। সে সময় চেন্নাইয়ের স্কোয়াডের পরিস্থিতি বিবেচনায় অবসরের কথা ভাববেন বলে জানিয়েছেন ধোনি।


তিনি বলেন, ‘আপনারা আমাকে পরের বছর চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখতে পাবেন। কিন্তু আমি চেন্নাইয়ের হয়ে খেলব কিনা? তবে একটি কারণে এ নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। কারণে আগামী আইপিএলে আমাদের সঙ্গে আরো দুটি নতুন দল আসতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগামী মৌসুমে ক্রিকেটারদের ধরে রাখার কেমন নিয়ম হবে সেটা আমরা জানি না। আমরা জানি না কতজন বিদেশি, ভারতীয় খেলোয়াড়কে আমরা ধরে রাখতে পারব। তাই অনেক অনিশ্চয়তা রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball