আইপিএল

বিশ্বকাপে ডট বলেই মনোযোগ নাসুমের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:16 বৃহস্পতিবার, 07 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশি সংখ্যক ডট বল দেয়াই মূল পরিকল্পনা নাসুম আহমেদের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের কারণে দারুণ আত্মবিশ্বাসী এই বাঁহাতি স্পিনার।

অস্ট্রেলিয়া সিরিজে আট উইকেট নেন নাসুম। কার্যকরী ঘূর্ণিতে নিউজিল্যান্ড সিরিজেও সমান সংখ্যক উইকেট নেন তিনি। এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জেতাতে দারুণ ভূমিকা পালন করেন তিনি।

সবচেয়ে বেশি আলোচনায় ছিল নাসুমের ইকোনমি রেট। শেষ দশ ম্যাচের মাত্র দুটি ম্যাচে ওভার প্রতি ছ'য়ের উপরে রান দেন তিনি। বাকি ম্যাচগুলোতে পাঁচের নিচেই ছিল তার ইকোনমি রেট।

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে নাসুম বলেন, 'আমার একটাই ভাবনা, আমার স্পেলে যেন সাত আটটা বল ডট দিতে পারি। আমার এটাই লক্ষ্য। আমি এত কিছু নিয়ে চিন্তাও করি না। আমার একটাই চিন্তা ডট বল করা। এখন ডট বলের জন্য কী করা লাগবে ওটাই প্রয়োগ করব মাঠে ব্যাটসম্যানদের বিপক্ষে।'

নাসুম আরও বলেন, 'পারফর্ম যেকোনো জায়গায় করলে পরের ধাপের জন্য ভালো হয়। আমি প্রত্যেকটা ম্যাচই মনে করি আজকে পারফর্ম করলে কালকেরটা আরও ভালো হবে। ওই দুইটা সিরিজ খুব ভালো করেছি, দলের জন্য কিছু করতে পেরেছি। অবশ্যই এটা বিশ্বকাপে খুব ভালো সমর্থন ও আত্মবিশ্বাস দেবে।'

অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন নাসুম।

নিজের অনুভুতি জানাতে গিয়ে ২৬ বছর বয়সী এই স্পিনার আরও বলেন, 'আমি এখনো বুঝে উঠতে পারছি না জিনিসটা আসলে। হয়তো এটা অনেক সম্মানের বিষয়, আলহামদুলিল্লাহ। শেষ সিরিজগুলো ভালো খেলেছি, হয়তো তার পুরস্কার।'