আবুধাবি স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার নতুন করে আরেকটি সুখবর পেতে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক সংখা বাড়িয়ে মোট ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আবুধাবি স্পোর্টস কাউন্সিল। এর অর্থ, মোট দশ হাজারের বেশি দর্শক এবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগের সুযোগ পাবে। স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের কোভিড-১৯ সংক্রান্ত ছয়টি বিধিমালা অনুসরণ করতে হবে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি। বিশ্বকাপের মতো জাঁকজমকপূর্ণ আসর আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় ইতোমধ্যে দর্শক ফিরেছে সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়ামগুলোতে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচগুলোও আমিরাতের তিন স্টেডিয়ামে বসেই উপভোগ করছেন ক্রিকেট ভক্তরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে মোট ১৫টি ম্যাচ। আগামী ১৮ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যকার বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামেই।
বাছাইপর্বের সঙ্গে মূল পর্বে খেলাও আয়োজিত হবে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১০ নভেম্বর প্রথম সেমিফাইনালের খেলাও একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।