promotional_ad

টেস্টে এখনো আমার সেরা সময় আসেনি: রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা এবং লাল বলের ক্রিকেটে বর্তমানে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের পাশাপাশি লঙ্গার ভার্সনেও ব্যাট হাতে সমানতালে পারফর্ম করেন তিনি। গত আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন দুর্দান্ত। যদিও টেস্ট ক্রিকেটে এখনো নিজের সেরাটা দেয়া বাকি আছে বলে মনে করছেন রোহিত।


ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ মিলিয়ে ৩৬৮ রান করেছিলেন রোহিত। সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ২৫৬ বলে ১২৭ রানের অসাধারণ এক ???নিংস। সেই সঙ্গে সেই সিরিজে দুটি হাফসেঞ্চুরিও পেয়েছিলেন তিনি।


promotional_ad

এ ছাড়া ২০১৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত লাল বলের ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বিগত বছরগুলোতে ধারাবাহিক পারফর্ম করার পরও টেস্টে নিজের সেরা সময় পার করছেন এমনটা মানতে রাজি নন এই ডানহাতি ব্যাটসম্যান।


এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘এর আগে আমি টেস্ট ক্রিকেটে কেমন অবস্থানে ছিলাম সেটার উপর ভিত্তি করে সময়টা ভাল ছিল। কিন্তু, আমি বলব না এটি আমার সেরা সময়। আমি জানি টেস্ট ক্রিকেটে আমার সেরা সময় এখনও আসেনি।’


২০১৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো মাঠে নামেন রোহিত। এরপর থেকে লাল বলের ক্রিকেটে ভারতের নিয়মিত সদস্য তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত মোট ৪৩টি টেস্টে মাঠে নেমেছেন রোহিত।


এই সংখ্যক টেস্টে ২৭ ইনিংসে ৪৬.৮৭ গড়ে ৩০৪৭ রান করেছেন রোহিত। যার মধ্যে ৮টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে তার। নিয়মিত বোলিং না করলেও অফ স্পিনে তার শিকারকৃত উইকেট সংখ্যা দুটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball