promotional_ad

শার্দুলকে ভারতের মূল দলে নিতে তদবীর করবেন ধোনি!

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দেশগুলো ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারতও নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করেছে টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাওয়া ১৫ জনের নাম।


যদিও সমস্যা দেখা গেছে হার্দিক পান্ডিয়াকে ঘিরে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাকে এক ওভারও বোলি করতে দেখা যায়নি। ফলে অনেকেই মনে করছেন ইনজুরির কারণে পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল করতে না পারলে দলের কম্বিনেশন নষ্ট হবে।


promotional_ad

তাই অনেকেই পান্ডিয়ার বদলি হিসেবে ১৫ সদস্যের দলে শার্দুল ঠাকুরকে দেখতে চান। যিনি ভারতের টি-টোয়েন্টি দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন। এ ছাড়া চলমান আইপিএলে চেন্নাইয়ের হয়ে বল এবং ব্যাট দুই ক্ষেত্রেই দারুণ করছেন এই অলরাউন্ডার।


আর এই দলেরই অধিনায়ক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের ভূমিকা পালন করবেন। ইংল্যান্ডের সাবেক মাইকেল ভন তাই মনে করছেন, শার্দুলকে বিশ্বকাপের মূল দলে নিতে কোহলি এবং শাস্ত্রীর কাছে তদবীর করবেন তিনি।


ক্রিকবাজের এক ভিডিওতে ভন বলেন, 'ভারত দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি স্ট্যাম্পের পেছনের দায়িত্ব পালন করছেন। তিনি চেন্নাইয়ের অধিনায়ক এবং ধারণা করছি তিনি বিরাট এবং শাস্ত্রীকে শার্দুলের ব্যাপারে বলবেন। সে ইয়ান বোথামের পর্যায়ের ক্রিকেটার। সে বল হাতে যে কোন কিছুকেই সম্ভব করতে পারেন।'


তিনি আওর বলেন, 'সে টেস্ট সিরিজে তা করে দেখিয়েছে। সে আইপিএলেও তাই করছে, বোলিংয়ে শার্দুলের কিছু করে দেখানোর সামর্থ্য রয়েছে। সে ব্যাটসম্যানকে দ্বীধায় ফেলতে পারে এবং তার বেশ কিছু ভ্যারিয়েশন রয়েছে যেগুলো ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball