Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১

শার্দুলকে ভারতের মূল দলে নিতে তদবীর করবেন ধোনি!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দেশগুলো ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারতও নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করেছে টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাওয়া ১৫ জনের নাম।

যদিও সমস্যা দেখা গেছে হার্দিক পান্ডিয়াকে ঘিরে। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাকে এক ওভারও বোলি করতে দেখা যায়নি। ফলে অনেকেই মনে করছেন ইনজুরির কারণে পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বল করতে না পারলে দলের কম্বিনেশন নষ্ট হবে।

তাই অনেকেই পান্ডিয়ার বদলি হিসেবে ১৫ সদস্যের দলে শার্দুল ঠাকুরকে দেখতে চান। যিনি ভারতের টি-টোয়েন্টি দলে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন। এ ছাড়া চলমান আইপিএলে চেন্নাইয়ের হয়ে বল এবং ব্যাট দুই ক্ষেত্রেই দারুণ করছেন এই অলরাউন্ডার।

আর এই দলেরই অধিনায়ক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের ভূমিকা পালন করবেন। ইংল্যান্ডের সাবেক মাইকেল ভন তাই মনে করছেন, শার্দুলকে বিশ্বকাপের মূল দলে নিতে কোহলি এবং শাস্ত্রীর কাছে তদবীর করবেন তিনি।

ক্রিকবাজের এক ভিডিওতে ভন বলেন, 'ভারত দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি স্ট্যাম্পের পেছনের দায়িত্ব পালন করছেন। তিনি চেন্নাইয়ের অধিনায়ক এবং ধারণা করছি তিনি বিরাট এবং শাস্ত্রীকে শার্দুলের ব্যাপারে বলবেন। সে ইয়ান বোথামের পর্যায়ের ক্রিকেটার। সে বল হাতে যে কোন কিছুকেই সম্ভব করতে পারেন।'

তিনি আওর বলেন, 'সে টেস্ট সিরিজে তা করে দেখিয়েছে। সে আইপিএলেও তাই করছে, বোলিংয়ে শার্দুলের কিছু করে দেখানোর সামর্থ্য রয়েছে। সে ব্যাটসম্যানকে দ্বীধায় ফেলতে পারে এবং তার বেশ কিছু ভ্যারিয়েশন রয়েছে যেগুলো ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে।'

সর্বশেষ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

সব প্রতিপক্ষকেই শ্রীলঙ্কা ভাবতে চান মুশফিক

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

কোহলির হাফ সেঞ্চুরিতে ভারতের ১৫১

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

আসালঙ্কা ও রাজাপাকশার কাছেই হারল বাংলাদেশ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

দুবাইয়ের দুঃস্বপ্ন ভুলে যেতে চান পোলার্ড

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

ধোনিকে ব্যাটিংয়ে নামতে দিও না, বাবরদের উদ্দেশে শোয়েব!

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

অতীত নিয়ে পাকিস্তানের মাথাব্যাথা নেই: বাবর

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

উইন্ডিজের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন লারা

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

পাকিস্তানের বিপক্ষে ১৩-০’র সম্ভাবনা দেখছেন সৌরভ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

বোলিং না করলেও শেবাগের প্রথম পছন্দ হার্দিক

আর্কাইভ

বিজ্ঞাপন