promotional_ad

অ্যাডিলেডে ভ্যান ভেঙে জিমি পিয়ারসনের ব্যাট চুরি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডের তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা কুউইন্সল্যান্ডের। কিন্তু সোমবার অ্যাডিলেডে দলটির ভ্যান থেকে চুরি হয়েছে তাসমানিয়ার ক্রিকেটার জিমি পিয়ারসনের দুটি ব্যাট। ইতোমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ।


এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গ্লাস ভাঙা একটি ভ্যানের ছবি পোস্ট করেছেন পিয়ারসন। সেখানে তিনি লিখেছেন 'দুর্ভাগ্যজনক'। কারণ ব্যাটগুলো সম্পূর্ণ নতুন ছিল। 


promotional_ad

ইএসপিএন ক্রিকইনফো বলছে, টিম হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের ক্লাস ভেঙে পিয়ারসনের ব্যাটগুলো নিয়ে গিয়েছে চোর। এমন অবস্থায় হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে পুলিশ। 


ব্রিসবেনে করোনা পরিস্থিতির কারণে ম্যাচটি অ্যাডিলেডে সরিয়ে আনে ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ নতুন করে ৪ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। কোন বাধা ছাড়াই কুইন্??ল্যান্ড দল সেখানে পৌঁছেছে।


পালন করতে হয়নি কোয়ারেন্টাইন। যদিও সেখানে পৌঁছে সকলকেই করোনা পরীক্ষা দিতে হয়েছে। সবারই ফলাফল নেগেটিভ এসেছে। এতে অ্যাডিলেডে চলাচল করতে কোন বাধা নেই তাদের। তবে আরও ২বার করোনা পরীক্ষা দিতে হবে সকলকে। 


এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও নিউজিসাউথ ওয়েলস এবং ভিক্টোরির ম্যাচ সম্পর্কে কিছু নিশ্চিত করতে পারেনি। সোমবার অ্যাডিলেড আসার কথা রয়েছে নিউ সাউথ ওয়েলসের। তবে তাদেরকে হয়তো ১৪দিনের কোয়ারেন্টাইন করতে হতে পারে। 


এই কারণেই ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় দুই দলের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা অবশ্য আশাবাদী দ্রুতই সমাধানে পাওয়া যাবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball