Connect with us

শেফিল্ড শিল্ড

অ্যাডিলেডে ভ্যান ভেঙে জিমি পিয়ারসনের ব্যাট চুরি


প্রকাশ

:

ছবি : ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডের তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা কুউইন্সল্যান্ডের। কিন্তু সোমবার অ্যাডিলেডে দলটির ভ্যান থেকে চুরি হয়েছে তাসমানিয়ার ক্রিকেটার জিমি পিয়ারসনের দুটি ব্যাট। ইতোমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গ্লাস ভাঙা একটি ভ্যানের ছবি পোস্ট করেছেন পিয়ারসন। সেখানে তিনি লিখেছেন 'দুর্ভাগ্যজনক'। কারণ ব্যাটগুলো সম্পূর্ণ নতুন ছিল। 

ইএসপিএন ক্রিকইনফো বলছে, টিম হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের ক্লাস ভেঙে পিয়ারসনের ব্যাটগুলো নিয়ে গিয়েছে চোর। এমন অবস্থায় হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করছে পুলিশ। 

ব্রিসবেনে করোনা পরিস্থিতির কারণে ম্যাচটি অ্যাডিলেডে সরিয়ে আনে ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ নতুন করে ৪ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। কোন বাধা ছাড়াই কুইন্সল্যান্ড দল সেখানে পৌঁছেছে।

পালন করতে হয়নি কোয়ারেন্টাইন। যদিও সেখানে পৌঁছে সকলকেই করোনা পরীক্ষা দিতে হয়েছে। সবারই ফলাফল নেগেটিভ এসেছে। এতে অ্যাডিলেডে চলাচল করতে কোন বাধা নেই তাদের। তবে আরও ২বার করোনা পরীক্ষা দিতে হবে সকলকে। 

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও নিউজিসাউথ ওয়েলস এবং ভিক্টোরির ম্যাচ সম্পর্কে কিছু নিশ্চিত করতে পারেনি। সোমবার অ্যাডিলেড আসার কথা রয়েছে নিউ সাউথ ওয়েলসের। তবে তাদেরকে হয়তো ১৪দিনের কোয়ারেন্টাইন করতে হতে পারে। 

এই কারণেই ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় দুই দলের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা অবশ্য আশাবাদী দ্রুতই সমাধানে পাওয়া যাবে। 

সর্বশেষ

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দাপুটে জয়ে বাংলাদেশের গ্রুপে পা রাখল শ্রীলঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

প্রথম রাউন্ডে ভুগবে বাংলাদেশ, জানত স্কটল্যান্ড

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

এজবাস্টনে ইংল্যান্ড-ভারতের স্থগিত হওয়া টেস্ট

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

কোহলির সঙ্গে বাবরকে তুলনা ঠিক না: ওয়াসিম আকরাম

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

নিজেদের ইতিহাসে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

৪ ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের দলগুলো

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

ভারতকে যে কেউ বিধ্বস্ত করতে পারে: নাসের

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

উইলিয়ামসনকে বিশ্বকাপের সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশায় মরগান

২২ অক্টোবর, শুক্রবার, ২০২১

দলের যে কেউ উইন্ডিজকে ম্যাচ জেতাতে পারে: বদ্রি

আর্কাইভ

বিজ্ঞাপন