১৪ বছরের পরাজয়ের বৃত্ত ভাঙতে চান মাহমুদউল্লাহরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানীয়া। জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের চিত্রটাই পাল্টে দিয়েছে। সম্প্রতি সময়ের এতসব সুখস্মৃতি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে ওমানের উদ্দেশ্যে উড়াল দিয়েছে টাইগাররা।
অথচ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে বাংলাদেশের অতীত ইতিহাস একেবারেই যাচ্ছেতাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৪ বছর ধরে একটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। ২০০৭ সালে, প্রথম বিশ্বকাপে আশরাফুলের বাংলাদেশ ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো। পরবর্তী ৫ বিশ্বকাপের মূল পর্বে আর একটাও ম্যাচ জেতেনি টাইগাররা।
এবার সেই পরাজয়ের বৃত্ত ভাঙতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে অবশ্য মাহমুদউল্লাহর দলকে পাড়ি দিতে হবে বাছাই পর্বের বাঁধা। সেই বাছাই পর্ব খেলতেই আজ (৩ অক্টোবর) দিবাগত রাতে ওমানের উদ্দেশ্য রওনা করেছে দল। বিমানবন্দরে দাড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ মূল পর্বে পরাজয়ের বৃত্ত ভাঙার প্রত্যয় ব্যক্ত করলেন।

তিনি বলেন, 'যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করতে সেই দেয়াল (ভালো করতে না পারা) ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না এই ফরম্যাটে কখন কি আসবে।'
দেশ ছাড়ার আগে এই বিশ্বকাপ যে বাংলাদেশের জন্য যে ভালো করার দারুণ এক সুযোগ সেটিও বলে গেলেন টি-টোয়েন্টি অধিনায়ক। এজন্য সকলের কাছে দোআও চেয়েছেন মাহমুদউল্লাহ। সর্বশেষ কয়েকটি সিরিজের ধারাবাহিকতা মেনে আর সমর্থকদের দোআয় ভালো কিছু করা সম্ভব এমনটাও জানিয়েছেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, 'আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় জাতি হিসেবে আমাদের জন্য ভালো একটি সুযোগ। এই বিশ্বকাপে যদি ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ধারাবাহিক থাকতে পারি। আমরা সর্বশেষ কয়েকটা সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।'