টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ গুলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:21 রবিবার, 03 অক্টোবর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে রাজনৈতিক বৈরিতার কারণে গত কয়েক বছর ধরেই তাঁদের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায় না। এই দুই দলের খেলা উপভোগ করতে সমর্থকদের তাকিয়ে থাকতে হয় আইসিসির বিশ্ব আসরের দিকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরেও খেলতে দেখা যাবে ভারত-পাকিস্তান। এমন হাই ভোল্টেজ ম্যাচের ২-৩ দিনে আগে থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন উমর গুল।

এ প্রসঙ্গে গুল বলেন, ‘ভারতের ম্যাচে বাড়তি উত্তেজনা থাকে কারণ পুরো জাতি চায় তোমরা তাদেরকে হারাও। খেলোয়াড়দের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা তোমাদের স্নায়ুচাপ ধরে রাখো এবং চাপে ভেঙে পড়া উচিত না কারণ এটি হাই ভোল্টেজ ম্যাচ।’

পাকিস্তানের সাবেক এই পেসার আরও বলেন, ‘আমি এটাও পরামর্শ দেবো যে ২-৩ দিন আগে থেকে বিশেষ করে ভারতের ম্যাচের আশেপাশে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রচলিত গণমাধ্যম এড়িয়ে চলতে হবে।’

সাম্প্রতিক সময়ে আইসিসির কোন শিরোপা না জিতলেও বর্তমানে দল হিসেবে দারুণ করছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বদৌলতে ভারত দারুণ কিছু ক্রিকেটার পেয়েছে বলে মনে করেন গুল। রোহিত শর্মা-বিরাট কোহলিদের নিয়ে ভারতকে শক্তিশালী দল মানলেও পাকিস্তানের বোলারদের ওপর ভরসা রাখছেন তিনি।

পাকিস্তানের সাবেক এই পেসার জানিয়েছেন, ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যানদের চাপে রাখতে টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত ফেরাতে হবে বলে জানিয়েছেন তিনি। হাসান আলি, শাহীন শাহ আফ্রিদিদের কাছে নিজের বাড়তি প্রত্যাশার কথাও জানিয়েছেন গুল। সেই সঙ্গে পাকিস্তানের বোলাররা নিজেদের ছন্দ ধরে রাখবে বলে বিশ্বাস করেন তিনি।

গুল বলেন, ‘বাস্তবিকভাবে, ভারত শক্তিশালী দল। তারা তাদের দলে অনেক কাজ করেছে এবং আইপিএল থেকে ভালো খেলোয়াড় বের করে অনেক উপকৃত হয়েছে। অবশ্যই, রোহিত শর্মা, বিরাট কোহলিরা ভারতের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে পাকিস্তান যদি তাদের টপ অর্ডারকে আউট করতে পারে তাহলে মিডল অর্ডার ব্যাটসম্যানদের চাপে রাখতে পারবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বোলিং ইউনিট খুবই শক্তিশালী। দলে ফেরার পর থেকে হাসান আলি দারুণ ফর্মে রয়েছে এবং শাহীনও ছন্দে রয়েছে। দুবাই ও আবুধাবির কথা চিন্তা করলে আমাদের ভালো কিছু স্পিনারও রয়েছে। আমাদের বোলারদের কাছে আমার অনেক প্রত্যাশা রয়েছে।’