Connect with us

ইংল্যান্ড ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন নেদারল্যান্ডস সফর করবে ইংল্যান্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন নেদারল্যান্ডস সফর করতে যাবে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ ও হেডিংলি টেস্টের মাঝের সময়টায় সেখানে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার নেদারল্যান্ডস সফরের সূচি প্রকাশ করে। আগামী ১৭, ১৯ ও ২২ জুন হবে দুই দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ তিনটি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু ২ জুন, লর্ডসে। পরের দুই ম্যাচ শুরু ১০ জুন নটিংহ্যামে ও ২৩ জুন লিডসে। শেষ দুই টেস্টের মাঝে পাওয়া সময়েই নেদারল্যান্ডস সফরটি করবে তারা।

গত বছরের মে মাসে এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তখন স্থগিত করে দেওয়া হয় সেটি। সাদা ও লাল বলের সিরিজ একই সঙ্গে খেলতেও সমস্যা হওয়ার কথা নয় ইংল্যান্ডের।

তাদের টেস্ট ও সীমিত ওভারের দল প্রায় আলাদা। দলটির হয়ে তিন সংস্করণেই কেবল খেলেন জস বাটলার, বেন স্টোকস ও জফরা আর্চার। সীমিত ওভার ক্রিকেটে ইংলিশদের দলের গভীরতাও অনেক।

এদিকে সুপার লিগের পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডস আছে তলানিতে। যদিও এখন পর্যন্ত ছয় সিরিজের মধ্যে তারা কেবল খেলতে পেরেছে একটি। গত জুনে আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে পেয়েছে ২০ পয়েন্ট।

টেবিলে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। মূলত ২০২৩ বিশ্বকাপের বাছাই এই সুপার লিগ। যেখানে শীর্ষ আট দল সরাসরি অংশ নিবে টুর্নামেন্টে।

 

সর্বশেষ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

স্কটল্যান্ডকে চমকে দিয়ে জিতল নামিবিয়া

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

সমালোচনায় মজা পান ওয়ার্নার

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

চেষ্টা করছি কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না: নাসুম

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

ফেসবুক নয় ক্রিকেটে মনোযোগ দাও, মুশফিকদের উদ্দেশ্যে দুর্জয়

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

স্বার্থের সংঘাতে মোহন বাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

টি-টোয়েন্টিতে শীর্ষে ফিরলেন সাকিব

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে নামল বাংলাদেশ

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

বেটিং কোম্পানির সঙ্গে আইপিএলের যোগসূত্র, তদন্ত চলছে

২৭ অক্টোবর, বুধবার, ২০২১

ওয়াকারের ‘জিহাদি মন্তব্যে’ প্রসাদের ক্ষোভ, অবাক হার্শাও

আর্কাইভ

বিজ্ঞাপন