promotional_ad

মরিসের পারফরম্যান্সে হতাশ সাঙ্গাকারা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরব আমিরাত পর্বে ক্রিস মরিসের পারফর্ম্যান্স হতাশ করেছে রাজস্থান রয়্যলসের টিম ম্যানেজমেন্টকে। দলটির প্রধান কোচ কুমার সাঙ্গাকার বলছেন, প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি মরিস।


আইপিএলের এবারের আসরে মরিস রাজস্থান রয়্যলসের সবচেয়ে দামি ক্রিকেটার, এমনকি আইপিএলেরও। তাই তার কাছে প্রত্যাশাটাও একটু বেশি। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার সেই প্রতিদান দিতে ব্যার্থ এই প্রোটিয়া অলরাউন্ডার।


promotional_ad

এবারের আসরে প্রথম পর্বে ভালো শুরু করলেও সেই ফর্ম টেনে আনতে পারেননি আরব আমিরাত পর্বে। এই পর্বে ব্যাট-বল দুই জায়গাতেই ব্যার্থ হয়েছেন তিনি। আসরে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট যেখানে তার ইকোনোমি ৯.৪০। আর ব্যাট হাতে ১০ ম্যাচে করতে পেরেছেন মোট ৬৭ রান।


তার এই অফফর্ম ভাবাচ্ছে রাজস্থান টিম ম্যানেজমেন্টকে। বুধবারের (২৯ সেপ্টেম্বর) ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তার কোটার শেষ ওভারে দিয়েছেন ২১ রান। সাঙ্গাকারা মনে করছেন, এখানেই জয়ের আশা শেষ হয়ে যায়নি তাদের।


মরিস প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, ‘আসরের প্রথম পর্বে দারুণ পারফর্ম করেছিল মরিস কিন্তু আরব আমিরাত পর্বে সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। সে নিজেও এটা বুঝতে পারছে। চার ওভারে ৫০ রান দিয়েছে, তার শেষ ওভার ছিল টার্নিং পয়েন্ট এবং আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি।’



তিনি আরও বলেন, ‘কিছু কিছু ম্যাচে মরিস দুর্দান্ত পারফর্ম করেছে। পরবর্তী ম্যাচে আমরা ভেবে-চিন্তে একাদশ সাজাব। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball