promotional_ad

আমার হার্ট অ্যাটাক হয়নি: ইনজামাম

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম উল হক, এমন খবর চাউর হয়েছিল পাকিস্তান সহ বিশ্ব গণমাধ্যমে। কিন্তু পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলছেন, তার নাকি হার্ট অ্যাটাকই হয়নি। অ্যানজিওপ্লাস্ট করিয়েছেন তবে সেটা হার্ট অ্যাটাকের কারণে নয়। এক ভিডিও বার্তায় ইনজামাম নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

ইনজামাম বলেছেন, তাঁর অ্যানজিওপ্লাস্টি হয়েছে। তবে সেটি হার্ট অ্যাটাকের কারণে হয়নি। তিন দিন ধরে বুকে অস্বস্তির কারণে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীক্ষার জন্য। সেখানেই হৃদ্‌যন্ত্রের ধমনিতে ব্লক ধরা পড়ে তাঁর। অ্যানজিওপ্লাস্টিটা করিয়েছেন একই কারণে।


ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, তারা বলছে যে আমার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। এটা ভুল। আমি এ ব্যাপারটা পরিষ্কার করতে চাই। আমার আসলে হার্ট অ্যাটাক হয়নি। চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলাম।'


promotional_ad

তিনি আরো বলেন, 'সেখানে আমার অ্যানজিওগ্রাফি করা হয়। অ্যানজিওগ্রাফিতে আমার হৃদ্‌যন্ত্রের একটি ধমনিতে ব্লক ধরা পড়লে আমার অ্যানজিওপ্লাস্টি করা হয়। আমি ১২ ঘণ্টা পরই বাড়ি ফিরে এসেছি। এখন বাড়িতেই বিশ্রাম নিচ্ছি।’


ভুল খবর ছড়িয়ে পড়লেও ইনজামাম আপ্লুত তাঁর অসুস্থতায় সবাই সহমর্মিতা দেখানোয়। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি পাকিস্তানসহ ক্রিকেট দুনিয়ার সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তাঁরা সবাই আমার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন এবং আমার প্রতি শুভকামনা জানিয়েছেন।’


ইনজামামের হার্ট অ্যাটাক হয়েছে, তার ম্যানেজারের বরাত দিয়েই খবরটি ছেপেছিল সংবাদমাধ্যমগুলো। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েন ইনজামামের অগণিত ভক্ত,অনুরাগীরা। ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, হার্শা ভোগলেরা পর্যন্ত তাঁর সুস্বাস্থ্য কামনা করে টুইট করেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball