promotional_ad

পাকিস্তানের কাছে ক্ষমা চাইলো ইসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সফর বাতিল করার পর এবার দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী বছর পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা আছে ইসিবির।


চলতি মাসের শুরুর দিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর কয়েকদিন পরই একই কারণে সফর স্থগিত করেছিল ইংল্যান্ড দলও।


promotional_ad

ওয়াটমোর পাকিস্তানের প্রতি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ইংলিশ ক্রিকেটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। তার মতে, এমন সিদ্ধান্ত নেয়া ইসিবির জন্য কঠিন কাজ ছিল।


ওয়াটমোর বলেন, ‘আমি সত্যিই দুঃখিত যদি আমাদের সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকে বিশেষ করে পাকিস্তান। আমাদের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এটা বোর্ডের জন্য কঠিন কাজ ছিল।’


এই সিদ্ধান্তের পেছনে খেলোয়াড়দের কোনো ভূমিকা ছিল না বলেও জানিয়েছেন ওয়াটমোর। তিনি বলেন, ‘বোর্ড তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি এই সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম তাহলে, আগে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে হতো কিন্তু আমরা এক্ষেত্রে তা করিনি।’


পরপর দুই দেশের সফর বাতিলের ঘটনায় পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ইসিবি চেয়ারম্যান বলছেন, আগামী বছর পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। ওয়াটমোরের ভাষ্য, ‘পরের বছর পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরিকল্পনা আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball