promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২৫ হাজার দর্শক চায় ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী অক্টোবরে আরব আমিরাত ও ওমানের মাটিতে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই আসরে শর্তসাপেক্ষে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল আরব আমিরাত কতৃপক্ষ।


এই মেগা আসরের ফাইনালকে জমকালো করতে মাঠ ভর্তি দর্শক চাচ্ছে বোর্ড অব কন্টোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতোমধ্যেই তারা এ ব্যাপারে আলোচনাও করেছে আরব আমিরাত কতৃপক্ষের সঙ্গে।


promotional_ad

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠতি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আরব আমিরাতের সবচেয়ে আকর্ষণীয় এই স্টেডিয়ামের ফাইনালে ২৫ হাজার দর্শকের খেলা দেখার অনুমতি চেয়েছে বিসিসিআই।


নিউজ এইটিনকে বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, ‘বিসিসিআই এবং ইসিবি ফাইনালে মাঠে দর্শক চায়। দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দিলে জামজমকপূর্ণ পরিবেশে ম্যাচ হবে। উভয় ক্রিকেট বোর্ডই এটার জন্য অনুমতি চেয়েছে।’


এদিকে আরব আমিরাতের মাটিতেই চলছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এই ফ্র্যাঞ্চাইজি আসরেও শর্ত সাপেক্ষে মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।


দুবাইয়ের মাঠে খেলা দেখতে হলে, দর্শককে বাধ্যতামূলক দুই ডোজ ভ্যাক্সিন নিতে হয়। আর শারজাহতে খেলা দেখতে দুই ডোজ ভ্যাক্সিন বাধ্যতামূলক গ্রহণের পাশাপাশি ১৬ বছরের উপরের বয়সী হতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball