promotional_ad

সিরিজ বাতিলে টিম ম্যানেজমেন্টের কোন ভূমিকা ছিল না: স্টেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিলের পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা হচ্ছে নিউজিল্যান্ডকে। এ ব্যাপারে এবার কথা বলেছেন কিউই প্রধান কোচ গ্যারি স্টেড। তিনি বলছেন এই সিরিজ বাতিলের সিদ্ধান্তে কিছুই করার ছিল না টিম ম্যানেজমেন্টের।


বাইশ গজে ক্রিকেটারদের সেরা পারফরম্যান্স বের করে আনা একজন কোচের প্রধান কাজ। তারপরও একাদশ নির্বাচন থেকে শুরু করে দলকে মানসিক সমর্থন জোগানো সকল ক্ষেত্রেই ভূমিকা থাকে তাদের।


কিন্ত সিরিজ বা ম্যাচ বাতিলের সিদ্ধান্তে কোনো ভূমিকা থাকে না কোচদের। তাই পাকিস্তান সিরিজ বাতিলেও কোনো ভূমিকা ছিল না স্টেডের। এ প্রসঙ্গে তিনি বলেন, ’সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের হাতে নেই।’


promotional_ad

তিনি আরও বলেন, ‘আমি মনে করি তাদের জায়গা থেকে তারা ঠিক আছে। পাকিস্তানে যা ঘটেছিল তা স্পষ্টতই অস্বস্তিকর এবং হতাশাজনক ছিল। আমরা অবশ্যই পাকিস্তান ক্রিকেট এবং তাদের ভক্তদের মানসিক অবস্থা বুঝতে পারছি।’


নিউজিল্যান্ডের পর পাকিস্তানে সিরিজ বাতিল করেছে ইংল্যান্ডও। এর ফলে দেশটির মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন শঙ্কায় পড়েছে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা জানিয়েছেন নিউজিল্যান্ডকে তারা জবাব দিবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।


তবে কিউই প্রধান কোচ বলছেন, তারা এই ম্যাচটিকে স্বাভাবিকভাবেই নেবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, পাকিস্তানের বিপক্ষে হওয়ায় মানুষ তা আলাদাভাবে দেখবে, কিন্তু আমাদের জন্য এটি অন্য ম্যাচের থেকে আলাদা নয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball