promotional_ad

বিসিবি নির্বাচনে নতুনদের দেখে দারুণ খুশি পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এখন উত্তাপ নির্বাচনের। কদিন পরেই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এই ক্রীড়া সংস্থার নির্বাচন। এরই মধ্যে কাউন্সিলরদের ফর্ম কেনাকে কেন্দ্র করে চারপাশে বইছে উত্তেজনা।


এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন মুখ। এ কারণে আনন্দ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বেশ কিছুদিন ধরেই বলছেন নির্বাচনে তিনি দারুণ প্রতিদ্বন্দ্বিতা চান। নতুনরা এগিয়ে এলে এই নির্বাচন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করেন বর্তমান সভাপতি।


promotional_ad

পাপন বলেন, 'আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখেছি। দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।'


বিসিবির নির্বাচন হয় তিন ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে ক্লাব থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। আরেক ক্যাটাগরিতে জেলার কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন বিভাগীয় ১০ পরিচালক।


আর তৃতীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হন একজন নির্বাচিত হন সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও সরকারি সংস্থার কাউন্সিলরদের ভোটে। এই তিন নম্বর ক্যাটাগরি থেকে এবার নির্বাচন করছেন মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ ও শাহরিয়ার নাফিসরা।


সেই সঙ্গে গেম ডেভলপমেন্টে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। শনিবার বিসিবি থেকে নিজের ফর্ম কিনেছেন বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball