promotional_ad

তোমরা যে স্কুলের ছাত্র, আমি সেখানকার প্রিন্সিপ্যাল!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে থেকে লিগ পর্ব শেষ করে চেন্নাই সুপার কিংস। কিন্তু এবার লিগের মাঝপথেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির দলটি। মাত্র এক আসরের মধ্যে চেন্নাইয়ের পারফরম্যান্সের আমূল পরিবর্তনের পেছনে ধোনির বুদ্ধিদীপ্ত নেতৃত্বকেই কৃতিত্ব দিচ্ছেন বীরেন্দ্রর শেবাগ।


গত আসরে ১৪ ম্যাচে আটটিতেই হারে চেন্নাই। সমালোচিত হন বুড়ো হয়ে যাওয়া ধোনি। এবার সেই ৪০ বছর বয়সী ধোনিই পথ দেখাচ্ছেন চেন্নাইকে। তার নেতৃত্বে আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে সাতটিতেই জিতেছে চেন্নাই।


আইপিএলে গত শুক্রবারের ম্যাচেও ঝলক দেখান চেন্নাইকে তিনবার শিরোপা জেতানো ধোনি। তার ক্ষুরধার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারায় চেন্নাই। ম্যাচটিতে শতরানের উদ্বোধনী জুটি গড়েও জয়ের দেখা পাননি বিরাট কোহলিরা।


promotional_ad

ম্যাচটি বিশ্লেষণের পর শেবাগ বলেছেন, 'পেছনের আসরে চেন্নাইয়ের পারফরম্যান্স দেখে তাদের বাতিলের খাতায় ফেলে দেয়া সমালোচকদের ধোনি দেখিয়ে দিলেন, 'তোমরা যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের প্রিন্সিপ্যাল'!'


ভারতের কিংবদন্তি ওপেনার আরো বলেন, 'পেছনের বার চেন্নাইয়ের অবস্থান ছিল সাত নাম্বারে। আর আপনারা বলেছেন, 'বুড়ো হয়ে গেছে, এরা আর জিতবে না'। এবার কিন্তু সেই বুড়োরাই টেবিলের একদম উপরে।'


ম্যাচটিতে উদ্বোধনী জুটিতেই শতরান তোলে বেঙ্গালুরুর দুই ওপেনার কোহলি এবং দেবদূত পাডিকাল। ৪১ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে কোহলি ফিরে গেলে ১১১ রানের উদ্বোধনী জুটিটির সমাপ্তি হয়। তরুণ ওপেনার পাডিকাল করেন ৫০ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭০ রান।


শেষ দশ ওভারে ধোনির মুন্সিয়ানা ও চেন্নাইয়ের বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বেঙ্গালুরু। ১৫৬ রানেই সন্তুষ্ট থাকে তারা। এই রান তাড়া করতে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের কোনো অসুবিধাই হয়নি।


বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ নিয়ে শেবাগ বলেন, 'প্রথম দশ ওভারে বিনা উইকেটে ৯০ রানের পর শেষ দশ ওভারে ছয় উইকেটে ৬৬ রান! নাহ! একদমই মানা যায় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball