Connect with us

আইপিএল

তিয়াগীকে বদলে দিয়েছেন বুমরাহ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে দারুণ সময় পার করছেন কার্তিক তিয়াগি। আরব আমিরাত পর্বে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থানের জয়ের নায়কও ছিলেন এই তরুণ পেসার।

তাঁর মতে, এই সাফল্যের বড় কারণ ভারত জাতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া সফর করা। যেখানে তিনি পরামর্শ পেয়েছেন তাঁর আইডল জসপ্রিত বুমরাহরার কাছ থেকে। আর তাঁর প্রভাব পড়েছে তার মাঠের পারফরম্যান্সে।

কার্তিক বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে আমি জসপ্রিত ভাইয়ের কাছে যাইনি কারণ আমি স্নায়ুচাপে ভুগছিলাম কিন্তু পরবর্তীতে তার সঙ্গে দেখা করে বোলিং নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা আমার জন্য দারুণ মুহূর্ত ছিল।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সফরে ইনজুরিতে পড়েছিল ভারতের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। এরপর তরুণদের দারুণ পারফরম্যান্সের সুবাদে সেই সিরিজ জিতেছিল ভারত। এটা কাছ থেকে দেখেছেন কার্তিক। সুযোগ পেলে ভারতের জয়েও অবদান রাখতে চান ডানহাতি এই পেসার।

তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়া গিয়ে অনেক কিছু শিখেছি। যেখানে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় ইনজুরিতে পড়েছিল এবং তরুণ ক্রিকেটাররা দলকে জয় এনেদিয়েছিল। আমিও ভারতকে জয় এনে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি যখন দেখি সে আমাকে নিয়ে টুইট করেছে, তখন আমি খুবই খুশি হয়েছিলাম। কারণ আমার মতে সে বিশ্বের সেরা বোলারদের একজন, সে আমার আইডল এবং সে আমাকে নিয়ে টুইট করেছে এটা দারুণ ব্যাপার।’

সর্বশেষ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

সব প্রতিপক্ষকেই শ্রীলঙ্কা ভাবতে চান মুশফিক

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

কোহলির হাফ সেঞ্চুরিতে ভারতের ১৫১

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

আসালঙ্কা ও রাজাপাকশার কাছেই হারল বাংলাদেশ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

দুবাইয়ের দুঃস্বপ্ন ভুলে যেতে চান পোলার্ড

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

ধোনিকে ব্যাটিংয়ে নামতে দিও না, বাবরদের উদ্দেশে শোয়েব!

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

অতীত নিয়ে পাকিস্তানের মাথাব্যাথা নেই: বাবর

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

উইন্ডিজের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন লারা

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

পাকিস্তানের বিপক্ষে ১৩-০’র সম্ভাবনা দেখছেন সৌরভ

২৪ অক্টোবর, রবিবার, ২০২১

বোলিং না করলেও শেবাগের প্রথম পছন্দ হার্দিক

আর্কাইভ

বিজ্ঞাপন