promotional_ad

রাবাদা-নর্কিয়াকে বিশ্বসেরা পেসার বলছেন উইলিয়ামসন

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটেলসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে তাদের হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেছেন দিল্লীর দুই পেসার কাগিসো রাবাদা এবং এর্নিক নর্কিয়া।


শুরুতেই ডেভিড ওয়ার্নাকে প্রথম ওভারে ফিরিয়ে হায়দরাবাদকে হতাশা উপহার দেন নর্কিয়া। এরপর কেদার যাদবেরও উইকেট শিকার এই দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেস বোলার।


promotional_ad

শুধু তাই নয় ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রান দিয়েছেন। অন্যদিকে রাবাদা ৪ ওভারে ৩৭ রান দিলেও নিয়েছেন ৩ উইকেট। হাত খুলে খেলতে থাকা ঋদ্ধিমান সাহাকে শুরুতে ফেরান তিনি।


মনিষ পান্ডেও পরাস্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই গতি তারকার বলেই। এই দুই পেসারের কাছেই ৫ উইকেট বিলিয়ে দিয়ে স্কোরবোর্ডে মাত্র ১৩৪ রান সংগ্রহ করতে পারে হায়দরাবাদ।


তাই দলটির অধিনায়ক কেন উইলিয়াসন বলছেন, বর্তমান সময়ের সেরা দুই পেসারের বিপক্ষে খেলেছে তার দল। যারা কিনা আন্তর্জাতিক মানের এবং গত ম্যাচে দুর্দান্ত খেলে তাদের চাপে ফেলেছে।


উইলিয়ামসন বলেন, 'তারা (কাগিসো রাবাদা এবং এর্নিক নর্কিয়া) এই ম্যাচে দুর্দান্ত ছিল। তারা উভয়ই আন্তর্জাতিক মানের দুই সেরা ফাস্ট বোলার এই মুহুর্তে ঘুরে বেড়াচ্ছে এবং তারাই আমাদের চাপে ফেলেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball