promotional_ad

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আকসুর নজরদারিতে হুডা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ শুরুর ৬ ঘন্টা আগে নিজের ইনস্টাগ্রাম আইডিতে ছবি পোস্ট করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং দুর্নীতি দমন কমিশনের নজরদারিতে পড়েছেন দীপক হুডা। ম্যাচ শুরুর আগে এই ধরণের ছবি দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা খতিয়ে দেখছে বিসিসিআই এবং আকসু।


গতকাল (২১ সেপ্টম্বর) রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। সেই ম্যাচ শুরুর ৬ ঘন্টা আগে ভারতীয় সময় দুপুর দুইটায় হেলমেট পড়ছেন হুডা, এমন একটি ছবি পোস্ট করেছিলেন।


promotional_ad

ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, 'হেয়ার উই গো'। আর তার এই ক্যাপশনটি নিয়েই সন্দেহ প্রকাশ করছে বিসিসিআই এবং আকসু। কেননা ম্যাচ ফিক্সিংয়ের বিপক্ষে তারা কোন ছাড় দিতে চান না।


আকসুর এক কর্মকর্তা এ প্রসঙ্গে জানান, 'আকসু এই পোস্টটি (হুডার ইনস্টাগ্রাম পোস্ট) খতিয়ে দেখবে। দলের ভিতরে কি ঘটছে না ঘটছে এটা বাইরে প্রকাশ করার ব্যাপারে আমাদের বিধিনিষেধ রয়েছে।'


ক্রিকেটাররা ম্যাচের আগে কি করতে পারবেন কি পারবেন না এমন প্রশ্নের জবাবে ঐ কর্মকর্তা আরো বলেন, 'আমাদের একটি নীতিমালাই রয়েছে। সেই নীতিমালায় বলা আছে কি করা যাব এবং কি করা যাবে না।'


হুদা বিসিসিআই এবং আকসুর তদন্তের মুখে তো পড়ছেনই, একই সঙ্গে সেই ম্যাচে খুবই বাজে বোলিং করেছেন। ২ ওভারে দিয়েছেন ৩৭ রান। শেষ দুই ওভারের নাটকীয়তায় তার দলও অবশ্য হেরেছে ২ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball