Connect with us

বাংলাদেশ ক্রিকেট

মুমিনুল-শান্তর হাফ সেঞ্চুরির দিনে মুরাদের ৫ উইকেট


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম চার দিনের ম্যাচে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের মতো সেঞ্চুরি পাওয়া হয়নি সিরিজের দ্বিতীয় ম্যাচে। হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ৭২ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এদিন হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ৮৫ বলে ৬২ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যানের কল্যাণে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। শান্ত ও মুমিনুলের হাফ সেঞ্চুরির দিনে এইচপির হয়ে পাঁচ উইকেট পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। ডানহাতি এই ওপেনার করেছেন ২৫ বলে ২ রান। আরেক ওপেনার সাদমান ইসলাম প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় চার দিনের ম্যাচে ব্যর্থ হয়েছেন। 

বাঁহাতি এই ওপেনার করেছেন ২৯ বলে ৬ রান। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল ও শান্ত। তাঁদের ‍দুজনের জুটি থেকে আসে ৮৮ রান। হাফ সেঞ্চুরি পাওয়া মুমিনুল ও শান্ত সাজঘরে ফিরলে দ্রুত গতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’ দল। 

মুরাদের স্পিন ভেলকির সামনে দাঁড়াতে পারেননি মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর। তবে শেষ দিকে দারুণ ব্যাটিং করেন নাঈম হাসান এবং শহিদুল ইসলাম।  তাঁদের দুজনের কল্যাণে মূলত দুইশ পার করে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে নাঈম ৩১ এবং শহিদুল করেছেন ৩৬ রান। এইচপির হয়ে মুরাদ ৫টি ও সুমন খান দুটি উইকেট নিয়েছেন। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল- ২২৩/৯ (ওভার ৮৯.১) (শান্ত ৭২, মুমিনুল ৬২, শহিদুল ৩৬, নাঈম ৩১, মুরাদ ৫/৪৭, সুমন ২/৩৬)

সর্বশেষ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

শারজাহতে মিরপুর দেখছেন ডমিঙ্গো

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোমাঞ্চ ছড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

রোহিত-রিজওয়ানরাই ব্যবধান গড়ে দেবে: ইউনিস

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত রহস্য স্পিনার থিকশানা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

বাংলাদেশকে স্পিন আক্রমণে কাবু করতে চান শানাকা

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

দ্রাবিড়ের কোচ হওয়ার সংবাদ পত্রিকায় পড়েছি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

আমি ছাড়া আর প্রশ্ন তুলবেই বা কে, মাহমুদউল্লাহ ইস্যুতে পাপন

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেয়া হয়নি: সৌরভ

২৩ অক্টোবর, শনিবার, ২০২১

টি-টোয়েন্টির সেরা বোলার বুমরাহ: আমির

আর্কাইভ

বিজ্ঞাপন