promotional_ad

মুমিনুল-শান্তর হাফ সেঞ্চুরির দিনে মুরাদের ৫ উইকেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম চার দিনের ম্যাচে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের মতো সেঞ্চুরি পাওয়া হয়নি সিরিজের দ্বিতীয় ম্যাচে। হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ৭২ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।


এদিন হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছেন ৮৫ বলে ৬২ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যানের কল্যাণে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। শান্ত ও মুমিনুলের হাফ সেঞ্চুরির দিনে এইচপির হয়ে পাঁচ উইকেট পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।


promotional_ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। ডানহাতি এই ওপেনার করেছেন ২৫ বলে ২ রান। আরেক ওপেনার সাদমান ইসলাম প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় চার দিনের ম্যাচে ব্যর্থ হয়েছেন। 


বাঁহাতি এই ওপেনার করেছেন ২৯ বলে ৬ রান। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল ও শান্ত। তাঁদের ‍দুজনের জুটি থেকে আসে ৮৮ রান। হাফ সেঞ্চুরি পাওয়া মুমিনুল ও শান্ত সাজঘরে ফিরলে দ্রুত গতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ ‘এ’ দল। 


মুরাদের স্পিন ভেলকির সামনে দাঁড়াতে পারেননি মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর। তবে শেষ দিকে দারুণ ব্যাটিং করেন নাঈম হাসান এবং শহিদুল ইসলাম।  তাঁদের দুজনের কল্যাণে মূলত দুইশ পার করে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে নাঈম ৩১ এবং শহিদুল করেছেন ৩৬ রান। এইচপির হয়ে মুরাদ ৫টি ও সুমন খান দুটি উইকেট নিয়েছেন। 


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ‘এ’ দল- ২২৩/৯ (ওভার ৮৯.১) (শান্ত ৭২, মুমিনুল ৬২, শহিদুল ৩৬, নাঈম ৩১, মুরাদ ৫/৪৭, সুমন ২/৩৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball