promotional_ad

দুর্নীতির দায়ে অভিযুক্ত স্যামুয়েলস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির দুর্নীতি দমন আইনের চারটি নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন মারলন স্যামুয়েলস। মূলত তাঁর বিরুদ্ধে জুয়াড়ির কাছে থেকে উপহার ও টাকা নেয়ার অভিযোগ উঠেছে। 


অভিযোগের বিরুদ্ধে সাড়া ১৪ দিন সময় পাবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।


promotional_ad

কয়েক বছর হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন সংযোজন হয়েছে টি-টেন লিগ। যেখানে কর্ণাটক টাস্কার্সের হয়ে খেলেছেন স্যামুয়েলস। দলটির হয়ে খেলার সময় জুয়াড়িদের কাছে থেকে উপহার সামগ্রীর সঙ্গে টাকা নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।


যা নিয়ে আইসিসির নিকট অভিযোগ দায়ের করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।আচরণ বিধি ভঙের ২.৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জুয়াড়িদের কাছে থেকে ৭৫০ মার্কিন ডলার কিংবা তার চে??ে বেশি অর্থ নিয়েছেন। 


ইসিবির এমন অভিযোগের পর তদন্ত শুরু করে আইসিসি। তবে সেখানে তদন্তকারীদের সহায়তা না করে বরং বাধা দিয়েছেন। যদিও নিজের বক্তব্য উত্থাপনের জন্য তাঁকে ১৪ দিনের সময় দিয়েছে আইসিসি।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১ টেস্ট, ২০৭ ওয়ানডে এবং ৬৭টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে সব মিলে ১১ হাজার ১৩৪ রান করেছেন। এ ছাড়া বল হাতে নিয়েছেন ১৫২ উইকেট।


২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্যামুয়েলস। দুই ফাইনালেরই জয়ের নায়ক ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। দারুণ ব্যাটিং করে দলকে জেতানোর ফলে জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball