পাকিস্তান ক্রিকেট

পশ্চিমা দেশগুলোর ঐক্যজোটে বিক্ষুব্ধ রমিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:05 বুধবার, 22 সেপ্টেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানে নিরাপত্তার কারণ দেখিয়ে সিরিজ না খেলেই দেশে ফিরেছে নিউজিল্যান্ড। একই পথে হেটেছে ইংল্যান্ডও। আগামী অক্টোবরের প্রথম দিকে পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে তারা। মূলত পশ্চিমা দেশগুলো একই নীতি অনুসরণ করায় নিউজিল্যান্ডের দেখাদেখি ইংল্যান্ড সিরিজ বাতিল করেছে বলে মনে করছেন রমিজ রাজা।

অনেকটা ঐক্যজোটের মতো করে চলা পশ্চিমা দেশগুলোর এমন মনোভাবে বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনির্বাচিত প্রেসিডেন্ট রমিজ। তা ছাড়া কিউইরা নিরাপত্তার হুমকির বিষয়ে কোনো তথ্য না দিয়েই দেশে ফিরে যাওয়ায় বেশ চটেছেন তিনি। তবে ইংল্যান্ড যে এমন সিদ্ধান্ত নেবে, সেটা অনুমেয়ই ছিল বলে জানিয়েছেন রমিজ।

এ প্রসঙ্গে পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘ইংল্যান্ডের নাম প্রত্যাহারের সিদ্ধান্তে আমি হতাশ। তবে এটি প্রত্যাশিত ছিল, কারণ পশ্চিমা দেশগুলো একজোট থাকে। একে অন্যকে সমর্থন যোগায়। সেজন্য নিরাপত্তা হুমকি ও ধারণার ওপর ভিত্তি করে যেকোনো সিদ্ধান্ত নেয়। আমার ক্ষোভের প্রথম কারণ নিউজিল্যান্ড হুমকির বিষয়ে কোনো তথ্য না জানিয়ে ফিরে গেছে। এখন অবশ্য ইংল্যান্ডের বিষয়টি প্রত্যাশিত।’

সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসা কিউইদের ক্রিকেটারদের ওপর কোনো শর্তের বোঝা চাপিয়ে দেওয়া হয়নি বলে মনে করিয়ে দেন রমিজ। আর ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড সফরে গেলে এশিয়ার দেশগুলোকে কোয়ারেন্টাইনের সঙ্গে নানা ধরণের নীতিমালা চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগের তীর ছুঁড়েছেন রমিজ। বিষয়টি থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান নতুন নীতি অবলম্বন করবে বলে হুশিয়ারি দেন তিনি।

পিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে ওদের আসার জন্য আমাদের কতটা কাকুতি মিনতি করতে হয় কিংবা কী রকম সুবিধা দিতে হয়। আবার আমরা সেখানে গেলে কঠোর কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে যেতে হয়, তাদের শর্ত মানতে হয়। এটাই শিক্ষা পেলাম, এখন থেকে আমরা নিজেদের নীতি অনুসরণ করব।’

সিরিজ দুটি স্থগিত হয়ে যাওয়ার বিশ্বকাপের আগে আর ম্যাচ খেলা হচ্ছে না পাকিস্তানের। এবারের বিশ্বকাপে গ্রুপ-২ তে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দলের বিপক্ষে খেলবে দলটি। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর আজমদের বিশ্বকাপ মিশন।