promotional_ad

কাটার-স্লোয়ারই মূল অস্ত্র নয় মুস্তাফিজের

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। করোনার কারণে আইপিএলের এবারের আসর স্থগিত হবার আগে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ বল করেছিলেন তিনি। তার কাটার, স্লোয়ারে পরাস্ত হতে দেখা গেছে অন্য দলগুলোর ক্রিকেটারদের।


এরপর বাংলাদেশের হয়ে খেলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকেও বোলিং বৈচিত্র দিয়ে পরাস্ত করেছেন। কিন্তু পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের হয়ে খেলতে নামার আগে ফিজ বলছেন, তার কাছে বোলিংয়ের অর্থ মানেই যে বৈচিত্র থাকতে হবে এমন নয়। তিনি সবসময় ডেলিভারিগুলোকে সহজ রাখতে পছন্দ করেন।


promotional_ad

ম্যাচের আগে এক সাক্ষাতকারে মুস্তাফিজ বলেন, 'আমার কাছে বোলিংয়ের অর্থ এই নয় যে আপনার বিভিন্ন বৈচিত্র্য থাকা দরকার। আমি ডেলিভারিগুলোকে সহজ রাখতে পছন্দ করি এবং আমি মনে করি বোলিংয়ের ক্ষেত্রে আমি চারটি মূল জিনিস পেয়েছি, যা আমি সত্যিই ভালোভাবে করতে পারি।


তিনি আরো বলেন, 'সঠিক জায়গায় বল করা, একটি কার্যকরী স্লোয়ার বল, একটি দ্রুতগতির ইয়র্কার এবং একটি দুর্দান্ত বাউন্সার বল। আমি বিশ্বাস করি যে আপনার অস্ত্রাগারে খুব বেশি ডেলিভারি থাকা আবশ্যক নয়, তবে আপনি যে ডেলিভারিগুলো ভাল পার তার উপর মনোনিবেশ করা জরুরী।'


আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হার নিয়ে পয়েন্ট তালিকার ৬ষ্ঠ অবস্থানে রয়েছে রাজস্থান। প্লে অফে খেলতে হলে তাদের জিততে হবে অন্তত ৪টি ম্যাচে। তাই পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ থেকেই ভালো শুরুর পরিকল্পনা ফিজ এবং তার দলের।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'যখন আপনি এই ধরণের কন্ডিশনে খেলবেন তখন আপনার ভালো শুরু করাটা খুবই জরুরী। আমি মনে করি আমরা যদি আমাদের প্রক্রিয়াগুলো মেনে চলতে পারি এবং আমরা যা যা পরিকল্পনা করেছি মাঠে সেগুলোর বাস্তবায়ন করতে পারি, তবে অবশ্যই আমরা সেরা দল হয়ে উঠব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball