Connect with us

আইপিএল

স্টোকস-বাটলাররা না থাকলেও নিজের কাজ করে যেতে চান মরিস


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশে বেন স্টোকস, জস বাটলার, জফরা আর্চার ও স্টিভ স্মিথকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। তাদের শূন্যতা পূরণ করতে ওশানে থমাস ও লিয়াম লিভিংস্টোনকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা। তাছাড়া রাজস্থানে পরবর্তী ম্যাচগুলো খেলবেন ক্রিস মরিস, ডেভিড মিলার ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

স্টোকস ও বাটলারদের মতো তারকারা না থাকলেও কোনো সমস্যা দেখছেন না মরিস। দলের জন্য নিজ দায়িত্ব ঠিক মতো পালন করে যেতে চান এই পেস অলরাউন্ডার। ম্যাচের সময় বোলারদের সঙ্গে কথা বলে নতুন কৌশল খুঁজে বের করে অধিনায়ক সাঞ্জু স্যামসনকে সাহায্য করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মরিস বলেন, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি মিড-অফ এবং মিড-অন ফিল্ডিং করি নিয়মিত। তাতে আমি বোলারদের সাথে কথা বলতে পারবো। যদি আমরা কিছু খুঁজে বের করতে পারি তাহলে সবসময় বিষয়টি অধিনায়ক সাঞ্জুকে জানিয়ে দেবো।’

দলের সিনিয়র ক্রিকেটার হওয়ায় নিজের ওপর বাড়তি দায়িত্ব অনুভব করছেন মরিস। নিজে থেকে নতুন কোনো পরিকল্পনা খুঁজে বের করতে পারলে সেটি তরুণ ক্রিকেটারদের চাপ কমিয়ে দিতে পারবে বলেও মনে করেন তিনি। বাটলার ও স্টোকস না থাকায় সেটি যথাযথভাবে করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মরিস বলেন, ‘একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে ভূমিকা হল খেলোয়াড়দের শান্ত রাখা। সেই সঙ্গে আমি মনে করি খেলোয়াড়দের ওপর চাপ থাকে তাই কোনো নতুন কোনো পরিকল্পনা বের করতে হবে। হ্যাঁ, আমি সেভাবেই করব। জস বাটলার বা বেন স্টোকস থাকুক বা না থাকুক আমি সেটাই করে যাব।’

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাত পর্বে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে রাজস্থান। এবারের আসরে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে চার হারের বিপরীতে তিনটিতে জিতেছে দলটি। তাতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

সর্বশেষ

২০ অক্টোবর, বুধবার, ২০২১

টেস্ট ক্রিকেট থেকে প্যাটিনসনের অবসর

২০ অক্টোবর, বুধবার, ২০২১

প্রথম পর্বে রানার্সআপ হলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে খেলবে বাংলাদেশ

২০ অক্টোবর, বুধবার, ২০২১

ডাম্বুলায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের যুবারা

২০ অক্টোবর, বুধবার, ২০২১

দলের প্রয়োজনে সরে দাঁড়াতে প্রস্তুত মরগান

২০ অক্টোবর, বুধবার, ২০২১

এখনো যে কারো সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারেন ধোনি!

২০ অক্টোবর, বুধবার, ২০২১

বিতর্কিত কাণ্ডে পুলিশের হাতে আটক মাইকেল স্ল্যাটার

২০ অক্টোবর, বুধবার, ২০২১

ম্যাচের মোড় ঘুরানোর কৃতিত্ব মেহেদিকে দিলেন সাকিব-তামিম

২০ অক্টোবর, বুধবার, ২০২১

এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব

২০ অক্টোবর, বুধবার, ২০২১

মুশফিককে আটে দেখে হতাশ তামিম

২০ অক্টোবর, বুধবার, ২০২১

স্নায়ুর পরীক্ষায় জিতেছে 'আহত' বাংলাদেশ

আর্কাইভ

বিজ্ঞাপন