promotional_ad

শিরোপা জয়ের ঘোষণা দিয়ে ২০২৩ বিশ্বকাপে যেতে চান তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডেতে বাংলাদেশের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে এই বাঁহাতি ওপেনারের নেতৃত্বেই ২০২৩ বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ। সেই পর্যন্ত অধিনায়ক থাকলে শিরোপা জেতার ঘোষণা দিয়েই বিশ্বকাপে যেতে চান তিনি।


ধারাভাষ্যকার ও সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ আড্ডা দেয়ার সময় নিজের এমন লক্ষ্যের কথা জানিয়েছেন তামিম। এই অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে ছিলেন আরেক সাবেক লঙ্কান ক্রিকেটার ফারভিজ মাহ???ুফ।


promotional_ad

বিশ্বকাপের পরিকল্পনার কথা জানিয়ে তামিম বলেছেন, '২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই… প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে ‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’ এসব নানা কথা… কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।'


বর্তমান সময়ে ক্যারিয়ারের সেরা ফর্মে না থাকলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম। বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ে সামনে থেকে দলকে পথ দেখিয়েছেন তামিম। তবে কোনো বৈশ্বিক শিরোপা যেকোনো ক্রিকেটারেরই অরাধ্য স্বপ্ন। ক্যারিয়ার শেষের আগে তাই অধিনায়ক হিসেবে ছুঁয়ে দেখতে চান বিশ্বকাপ। তামিম মনে করেন এখনও আন্তর্জাতিক ক্রিকেটে তার অর্জনের অনেক কিছু বাকি আছে।


এই ওপেনারের ভাষ্য, 'আন্তর্জাতিক ক্রিকেটে এখনও আমার অনেক অনেক কিছু অর্জনের আছে। এখন আমার বয়স ৩২-৩৩, আরও বছর পাঁচেক বেশ ভালোভাবেই আছে আমার সামনে। ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছি আমি। যদি দেখেন, আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ… আমরা অনেক বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। তবে এখনও আমরা বড় কিছু অর্জন করতে পারিনি আমাদের ক্রিকেটে। ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি।'


বাংলাদেশ তিন ফরম্যাটের ক্রিকেটেই এখনও অভিজ্ঞদের ওপর অনেকাংশেই নির্ভর। ২০২৩ বিশ্বকাপের আগে দলের তরুণ ক্রিকেটাররাও নিজেদের গুছিয়ে নিতে পারলে বাংলাদেশের দারুণ সুযোগ দেখছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। মূলত সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা বাড়তি আশা যোগাচ্ছে তামিমকে।


তিনি বলেন, '২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই সুযোগ আছে (২০২৩ বিশ্বকাপে)।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball